আল্লাহর পুরো সৃষ্টজগৎ, পাহাড়-পর্বত, সমতলভূমি, মানুষ, জিন, প্রাণী সবকিছুই সৃষ্টি করেছেন। আল্লাহর তো আমাদের প্রয়োজন নেই। তবে কেন আমরা ইবাদত করি? আমাদের আনুগত্যে আল্লাহর লাভের কিছু নেই, আমাদের পাপে তাঁর ক্ষতিও নেই, তিনি স্বাধীন-অপরবশ, সার্বভৌম। তবে কেন আমাদের ইবাদত করতে হয় যদি আমাদের কোনো দরকারই তাঁর না-থাকে? প্রথমত, নিশ্চিত থাকুন, জেনে নিন যে, পুরো জগৎও যদি ইবাদত ত্যাগ করে, আল্লাহ গনিই (অভাবমুক্ত) থাকবেন,
‘আর আল্লাহ তো অভাবমুক্ত।’
[সুরা ফাতির, ৩৫ : ১৫]
আমাদের আনুগত্য থেকে আল্লাহর লাভের কিছু নেই। না আমাদের পাপে তাঁর কোনো ক্ষতি হয়। এই সত্যটা মাথায় রাখুন। পুরো জগত তাঁকে ধন্যবাদ, প্রশংসা দিলেও বা তাঁর গুণকীর্তন করলেও তাঁর রাজত্বে কোনো বৃদ্ধি ঘটবে না। আর না মুশরিকদের শিরকে, পাপ, অভিশাপ ও গালিতে কিছু হ্রাস পাবে। যেমন, আল্লাহর সন্তান থাকার দাবি ইত্যাদি। এগুলো তাঁর রাজত্বে কোনোকিছুই হ্রাস করবে না।
____
শাইখ আহমাদ মুসা জিবরিল
বই : মুক্তিপথের খোঁজে
‘আর আল্লাহ তো অভাবমুক্ত।’
[সুরা ফাতির, ৩৫ : ১৫]
আমাদের আনুগত্য থেকে আল্লাহর লাভের কিছু নেই। না আমাদের পাপে তাঁর কোনো ক্ষতি হয়। এই সত্যটা মাথায় রাখুন। পুরো জগত তাঁকে ধন্যবাদ, প্রশংসা দিলেও বা তাঁর গুণকীর্তন করলেও তাঁর রাজত্বে কোনো বৃদ্ধি ঘটবে না। আর না মুশরিকদের শিরকে, পাপ, অভিশাপ ও গালিতে কিছু হ্রাস পাবে। যেমন, আল্লাহর সন্তান থাকার দাবি ইত্যাদি। এগুলো তাঁর রাজত্বে কোনোকিছুই হ্রাস করবে না।
____
শাইখ আহমাদ মুসা জিবরিল
বই : মুক্তিপথের খোঁজে
❤4