ভালোবাসা আল্লাহর জন্য হতে হবে, সেই সাথে ভয়ও তাঁরই জন্য হতে হবে। আল্লাহর মতো কোনো জিনিসকে ভালোবাসা শিরক। একজন দেখছে একটা সিংহ তাকে মেরে ফেলবে, এ ক্ষেত্রে এই সিংহকে ভয় পাওয়া কি শিরক হবে? এটা শিরক হবে না। কবরে শায়িত মৃত ব্যক্তিকে ভয় করা। এ ভয় করা যে, এ ব্যক্তি অভিশাপ দেবে (ক্ষতি করার অদৃশ্য ক্ষমতায় বিশ্বাস)—এটা শিরক। ঘুষি দিতে পারে বলে কাউকে ভয় পাওয়া শিরক হয় না। কারণ, এটা ঘটার সম্ভাবনা রয়েছে।
____
শাইখ আহমাদ মুসা জিবরিল
বই— আকিদাহ তহাবিয়াহ
____
শাইখ আহমাদ মুসা জিবরিল
বই— আকিদাহ তহাবিয়াহ
❤7