ilmweb
3.07K subscribers
501 photos
38 videos
199 links
A knowledge-centrum based on the cognition and methodology of the Pious predecessors.

Web: www.ilmweb.net
Facebook: www.facebook.com/ilmweb
Twitter: www.twitter.com/ilmweb
Instagram: www.instagram.com/ilmweb
Youtube: www.youtube.com/ilmweb
Download Telegram
কোনো ফাসিক, বিদআতি বা কাফিরের সাথে বন্ধুত্ব চালিয়ে যাওয়া বা দীর্ঘায়িত করা যাবে না। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব মানুষ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন। কোনো মানুষ বা প্রাণীর মৃত দেহ যেমন বাতাস ও পানিকে দূষিত করে, ঠিক তেমনি নেককার ব্যক্তিও ফাসিক, মুবতাদি (বিদআতি) বা কাফিরের সংস্পর্শ বা মেলামেশায় দূষিত হয়। তাদের নিফাক, বিশ্বাস, জীবনপদ্ধতি, আচার-আচরণ সবকিছুই সংক্রামক।
____
শাইখ আহমাদ মুসা জিবরিল
বই : মুক্তিপথের খোঁজে
18😁1
‘তোমার রবের যে কিতাব (কুরআন) তোমার কাছে ওহির মাধ্যমে পাঠানো হয়েছে তা পাঠ কর। তাঁর বাণীসমূহ কেউ পরিবর্তন করতে পারে না এবং তাঁকে ছাড়া তুমি কোনো আশ্রয়স্থল পাবে না।’

[ সুরা আল-কাহফ,  ১৮ : ২৭ ]

#ilmweb
11
মুওয়াহহিদ(তাওহিদবাদী)সালাত-আদায়কারীদের রক্ত হালাল করে নেয়া মারাত্মক ভয়াবহ কাজ। হাজারো কাফির ছেড়ে দেয়ার মতো ভুল করা, একজন মুসলিমের রক্ত ঝরানোর মতো ভুল করার চেয়ে অনেক সহজ বিষয়।
____
শাইখ আসিম আল-বারকাওয়ি
বই : আমাদের আকিদাহ
7
‘অবশ্যই আমি দাউদ ও সুলাইমানকে জ্ঞান দিয়েছিলাম। তারা বলেছিল, সকল প্রশংসা সেই মহান আল্লাহর যিনি আমাদেরকে তাঁর অনেক মুমিন বান্দার ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন।’

[ সুরা আন-নামল,  ২৭ : ১৫ ]

#ilmweb
10👍3
মানুষের কর্মের প্রতিদান তাদের কর্মের ফলাফলের সাথে যুক্ত নয়। তাই কাজ করার সময়ে তার মন প্রবৃত্তির আত্মতৃপ্তি থেকে দূরে থাকবে। কর্মের ফলাফল ভোগের অপেক্ষায় থাকবে না (কী কী প্রতিদান পাবে তা ভাববে না)। এমনকি যদি তার হাতে দ্বীন বিজয়ের মতো বিষয়ও থাকে, তবুও সে ফলাফলের অপেক্ষায় থাকবে না। আর এ কারণেই যেকোনো ভালো উদ্দেশ্যেও অবৈধ মাধ্যম ব্যবহারের বৈধতা নেই। তাই কোনো মুসলিমের জন্য শোভনীয় নয় এবং বৈধও নয় যে, সে মহৎ কোনো লক্ষ্য-উদ্দেশ্যকে অবৈধ কোনো পন্থায় অর্জন করবে। তাই তো কোনো সার্টিফিকেটের জন্য পরীক্ষায় নকল করা বৈধ নয়, যদিও সে মনে করে এর মাধ্যমে সে ইসলামেরই সেবা করবে। কোনো কাফিরের মাল-সম্পদ চুরি করে মুসলিমকে সাদাকাহ (দান) করাও বিধিসম্মত নয়।
____
শাইখ ড. আবদুল্লাহ আযযাম
বই : আকিদাহর পরিশুদ্ধি
9👍1
‘তারা যেসব কাজ করেছে আমি তার দিকে মনোনিবেশ করব এবং সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করব।’

[ সুরা আল-ফুরকান, ২৫ : ২৩ ]

#ilmweb
5
‘মহান আল্লাহকে ভয় করাটাই দুনিয়া ও আখিরাতের সমস্ত কল্যাণের মূল।'

——
ইমাম ইবনু তাইমিয়াহ (রাহিমাহুল্লাহ)
[ জামিয়ুল মাসায়িল : ৯/১৭৯ ]
21
‘নিশ্চয়ই এই কুরআন সর্বাধিক সঠিক পথ দেখায় এবং সৎকর্মশীল মুমিনদেরকে এই সুসংবাদ দেয় যে, তাদের জন্য বড় পুরস্কার রয়েছে।’

[ সুরা আল-ইসরা, ১৭ : ৯ ]

#ilmweb
11
মুসলিম বিশ্বাস করে, আল্লাহ তাঁর বান্দার সাথে রয়েছেন। তারা যেখানেই থাকুক না কেন তিনি তাদের দেখছেন, শুনছেন। ফলে সে পাপের ব্যাপারে ভীত হয়। আল্লাহর ব্যাপারে সে হয় সবচেয়ে লজ্জাশীল। আর আল্লাহর সাহায্য ও বিজয় তার সাথে রয়েছে বলে আল্লাহর শরিয়াতের ব্যাপারে সে কাউকেই ভয় পায় না, পরোয়া করে না। সৎ কাজের আদেশ ও অসৎ কাজের বারণের ব্যাপারে সে হয় সবার অগ্রগামী।
____
বই : কিশোর তাওহিদ শিক্ষা [‘মিম্বারুত তাওহিদ’ সংকলিত]
পুনঃসংকলন, সংযোজন ও বিন্যাস : তাইব হোসেন
4
‘তারা বলবে, হায় আমাদের দুর্ভাগ্য! এটাই তো প্রতিদানের দিন।’

[ সুরা আস-সাফফাত,  ৩৭ : ২০ ]

#ilmweb
6😢1
■ জাদু সত্য?

জাদু সত্য। কেবল মুতাযিলাদের দাবি, যাদু কল্পনা। পরিবারের মাঝে সমস্যা সৃষ্টিতে জাদুকরের নিয়ন্ত্রণ আছে। জিনের মাধ্যমে প্রচুর ক্ষমতা রাখে তারা। এর প্রমাণ, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাবিদ নামক এক ইহুদি কর্তৃক জাদুগ্রস্ত হয়েছিলেন। তিনি ভ্রমে পড়ে যান যে, এই কাজটা তিনি করেছেন, অথচ এটা তিনি আদৌ করেননি। আল্লাহ বলেন,

'মুসা বলল-বরং তোমরাই নিক্ষেপ করো। অমনি তাদের (নিক্ষিপ্ত) রশি ও লাঠিগুলো তাদের জাদুর প্রভাবে দৌড়াচ্ছে বলে তার মনে হলো।
[সুরা ত্ব-হা, ২০: ৬৬]
____
শাইখ আহমাদ মুসা জিবরিল
বই— আকিদাহ তহাবিয়াহ
5
ইসতিগফার [পর্ব : ৪]
— শাইখ আহমাদ মুসা জিবরিল || ilmweb Publishing

ইউটিউব লিংক: https://www.youtube.com/watch?v=TxHpj1rQEFo&t=225s
3
‘যমিনে এবং তোমাদের নিজেদের মধ্যে এমন কোনো মুসিবত আপতিত হয় না, যা আমি সংঘটিত করার পূর্বে কিতাবে লিপিবদ্ধ রাখি না। নিশ্চয়ই এটা আল্লাহর পক্ষে খুবই সহজ।’

[ সুরা আল-হাদীদ, ৫৭ : ২২ ]

#ilmweb
4👍2
‘সে আল্লাহকে ছাড়া এমন কিছুকে ডাকে যা তার কোনো ক্ষতি করতে পারে না এবং যা তার কোনো উপকারও করতে পারে না। এটাই হল সুদূর (চরম) বিভ্রান্তি।’

[ সুরা আল-হাজ্জ, ২২ : ১১ ]

#ilmweb
😢8
‘মুসা তাকে বলল, আপনাকে যে সৎপথের জ্ঞান শেখানো হয়েছে তা থেকে আমাকে কিছু শিখাবেন, এই উদ্দেশ্যে আমি কি আপনার সঙ্গী হতে পারি?’

[ সুরা আল-কাহফ, ১৮ : ৬৬ ]

#ilmweb
10
উম্মাহর প্রতিটি জনপদে ঈদের আনন্দ ছুঁয়ে যাক। মুক্তিলাভ করুক প্রতিটি নির্যাতিত জনপদ। রক্তস্নাত ও নিষ্পেষিত উইঘুর থেকে গাযযাহ জেগে ওঠুক তাওহিদের বারুদে। তাঁদের এই দুঃখ-ব্যথার দিনগুলিও ঈদুল আযহার আনন্দ থেকে শূন্য না হোক। আল্লাহর কাছেই সব দুআ।
.
তাকাব্বালাল্লাহু মিননা ওয়া মিনকুম। ঈদ মুবারাক।
17
‘নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানী, আমার জীবন ও আমার মৃত্যু আল্লাহর জন্য, যিনি সকল সৃষ্টির রব।’

[ সুরা আল-আনআম, ৬ : ১৬২ ]

#ilmweb
14
‘আল্লাহ রাত ও দিন পরিবর্তন করেন। এতে অন্তর্দৃষ্টিসম্পন্নদের জন্য নিশ্চয়ই একটি শিক্ষা রয়েছে।’

[ সুরা আন-নুর, ২৪ : ৪৪ ]

#ilmweb
5
‘আমি তাদেরকে অল্পকালের জন্য (দুনিয়ার সুখ) উপভোগ করতে দেব। তারপর তাদেরকে এক কঠিন আযাব ভোগ করতে বাধ্য করব।’

[ সুরা লুকমান,  ৩১ : ২৪ ]

#ilmweb
😢4👍3
বিয়েতে রয়েছে যিম্মাদারি ও অভিভাবকত্বের মাধ্যমে নাফসের বিরুদ্ধে মুজাহাদা (সংগ্রাম) এবং নাফসের রিয়াযাত (তরবিয়াত)। আরও রয়েছে পরিবারের হক আদায়, স্ত্রীর আচরণে ধৈর্যধারণ ও তাদের ক্ষতি মেনে নেয়া, তাদের সংশোধনের চেষ্টা, দ্বীনের পথ দেখানো, তাদের জন্য হালাল উপার্জন এবং সন্তানপ্রতিপালনের উপকারিতা। এ সবগুলো খুবই প্রশংসনীয় কাজ। এগুলোতে যিম্মাদারি ও অভিভাবকত্বের সমন্বয় ঘটে। অভিভাবকত্ব অনেক ফযিলতপূর্ণ কাজ।
যদি কেউ আশঙ্কা করে সে যথাযথভাবে বিয়ের হক আদায় করতে পারবে না, কেবল তখনই বিয়ে থেকে বিরত থাকা উচিত। স্ত্রী-সন্তানের ভারবহন করা আল্লাহর রাস্তায় জিহাদতুল্য।
নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘একটি দিনার তুমি আল্লাহর পথে ব্যয় করলে, একটি দিনার গোলাম আযাদ করার জন্য ও একটি দিনার মিসকিনদের দান করলে এবং আরেকটি দিনার তোমার পরিবারের জন্য ব্যয় করলে। এর মধ্যে ওই দিনারটিই উত্তম, যা তুমি পরিবারের লোকদের জন্য ব্যয় করেছ।’
[সহিহ মুসলিম, হাদিস নং : ৯৯৫]

____

ইমাম ইবনু কুদামাহ আল-মাকদিসি
বই : চরিত্রশুদ্ধি
16