ilmweb
3.07K subscribers
493 photos
37 videos
198 links
A knowledge-centrum based on the cognition and methodology of the Pious predecessors.

Web: www.ilmweb.net
Facebook: www.facebook.com/ilmweb
Twitter: www.twitter.com/ilmweb
Instagram: www.instagram.com/ilmweb
Youtube: www.youtube.com/ilmweb
Download Telegram
‘আমি তাদেরকে আসমান ও যমিন সৃষ্টির সাক্ষী করিনি, তাদের নিজেদের সৃষ্টিরও না। তাছাড়া বিভ্রান্তকারীদের কোনো সাহায্যও নেইনি।’

[ সুরা আল-কাহফ, ১৮ : ৫১ ]

#ilmweb
6👍2
■ আল্লাহর ইচ্ছা

প্রকৃতপক্ষে আল্লাহর ইচ্ছা দুপ্রকার :

১. ইরাদাহ কাওনিয়াহ : কাওনিয়াহর শাব্দিক অর্থ সর্বব্যাপী বা মহাজাগতিক। সবকিছুই আল্লাহর ইচ্ছার অধীন। এই ধরনের ইচ্ছায় তাঁর সন্তুষ্টি থাকা জরুরি নয়। কাওনিয়াহ সংঘটিত হবেই।

২. ইরাদাহ শারইয়াহ (শরয়ি ইচ্ছা) : এটিও আল্লাহর ইচ্ছা এবং তিনি একে ভালোবাসেন। এর মূল উদ্দেশ্য এটি নিজেই। শারইয়াহ সংঘটিত হবেই, এমন নয়।
____
শাইখ আহমাদ মুসা জিবরিল
বই— আকিদাহ তহাবিয়াহ
👍54😁1
’আসমান ও যমিনে যা কিছু আছে সবই আল্লাহর। আল্লাহ অভাবমুক্ত, প্রশংসিত।’

[ সুরা লুকমান, ৩১ : ২৬ ]

#ilmweb
11👍2
■ আখিরাতের প্রতি ইমানের ফলাফল

১. আল্লাহ মুমিনদের জন্য যা প্রস্তুত করে রেখেছেন, তা পাওয়ার জন্য সর্বাত্মক আমল করার স্পৃহা সৃষ্টি হয়। আর গুনাহগার ও কাফিরদের জন্য আল্লাহ যে শাস্তির ওয়াদা করেছেন, তা থেকেও বাঁচার স্পৃহা সৃষ্টি হয়।

২. ধ্বংসশীল দুনিয়ায় ইমান, দাওয়াত ও জিহাদে মানুষ যেসব কষ্ট, বিপদ ও মুসিবাতের সম্মুখীন হয়, তা তাদের উদ্বিগ্ন করে না। কারণ, তারা এসবের ক্ষতিপূরণ হিসেবে আখিরাতের নিয়ামাত ও প্রতিদানের আশায় থাকে।
____
শাইখ আসিম আল-বারকাওয়ি
বই : আমাদের আকিদাহ
🔥64👍1😁1
‘অতঃপর আমি কাফিরদেরকে পাকড়াও করেছিলাম। তখন কেমন ছিল আমার শাস্তি!’

[ সুরা ফাতির, ৩৫ : ২৬ ]

#ilmweb
10👍1
‘আমি কত জনপদ ধ্বংস করে দিয়েছি, যারা যালিম ছিল! এবং তাদের পরে অন্য জনগোষ্ঠী সৃষ্টি করেছি।’

[ সুরা আল-আম্বিয়া,  ২১ : ১১ ]

#ilmweb
17
■ আল্লাহর শক্তি সীমাবদ্ধ নয়

আল্লাহ কুরআনের দশটি আয়াতে বলেছেন,

'আর আল্লাহ সবকিছু করতে সক্ষম।'
[সুরা আলি ইমরান, ৩: ১৮৯]

আল্লাহ তাঁর ইচ্ছাধীন বিষয়ের ওপরই ক্ষমতাবান—এ কথাটা আমরা বলতে পারব না। কারণ এই আয়াত,

'তিনি সবকিছু করতে সক্ষম।'
[সুরা আলি ইমরান, ৩: ১৮৯]

যদিও কিছু লোক আল্লাহর শক্তিকে সীমাবদ্ধ করে। তারা এই আয়াত দিয়ে দলিল দেয়,
'তিনি যখন চান তাদের একত্র করতে সক্ষম।'
[সুরা আশ-শুরা, ৪২:২৯]

কিন্তু, 'তিনি যখন চান' অংশটি 'তাদের একত্র করবেন'-এর সাথে সম্পৃক্ত; 'আল্লাহর শক্তি'র সাথে নয়। তারা সাধারণভাবে একে ব্যবহার করে থাকে। মুতাযিলাদের মতো আমরা আল্লাহর শক্তিকে সীমাবদ্ধ করি না।
____
শাইখ আহমাদ মুসা জিবরিল
বই— আকিদাহ তহাবিয়াহ
6🔥2👍1😁1
ই–বুক : যুলহিজ্জার প্রথম দশ দিন
শাইখ মুহাম্মাদ সালিহ আল-মুনাজ্জিদ

ওয়েবসাইট থেকে পড়তে ভিজিট করুন :

https://ilmweb.net/publishing/#ebook
3
‘রাসুলগণ (তাদের শত্রুর বিরুদ্ধে আল্লাহর কাছে) বিজয় কামনা করেছিল এবং প্রত্যেক দাম্ভিক স্বেচ্ছাচারী ব্যর্থ হয়েছিল।’

[ সুরা ইবরাহিম,  ১৪ : ১৫ ]

#ilmweb
14👍2
তাকফিরের ভুল, উগ্রতা, বাড়াবাড়ি, উসুল ইত্যাদি নিয়ে শাইখ আসিম আল-বারকাওয়ির ❝আর-রিসালাতুস সালাসিনিয়াহ ফিত-তাহযির মিনাল গুলু ফিত-তাকফির❞ বইটি প্রসিদ্ধ। এরই মুখতাসার (সংক্ষিপ্তকরণ) করে গেছেন শাইখ হারিস আন-নাযারি (রাহিমাহুল্লাহ)। তবে নতুন সংস্করণে মূল বইয়ে শাইখ আসিম আল-বারকাওয়ি সামসময়িক আরও ৬টি পয়েন্ট যোগ করেছেন। মোট ৩৯টি পয়েন্টের আলোচনার বইয়ের পেজ সংখ্যা দাঁড়িয়েছে ৬৮০তে।
.
শাইখ আসিম আল-বারকাওয়িকে জানানো হয় যে, ৩৩ পয়েন্টের সেই মুখতাসার সংস্করণের বাংলা অনুবাদ করে ফেলা হয়েছে। নতুন যোগকৃত ৬টি পয়েন্টের সংক্ষিপ্ত বা মুখতাসার করিয়ে যেন তিনি আমাদের দেন, এ আবেদন রাখা হলে শাইখ সম্মতি জানিয়েছেন। আমরা ৬টি পয়েন্টের মুখতাসার অনুবাদ করে যোগ করে দেবো, ইনশাআল্লাহ।

.
এরই ধারাবাহিকতায় আমরা শাইখ নাযারির করা ৩৩ পয়েন্টের সাথে ৬ পয়েন্ট যোগ করে মোট ৩৯ পয়েন্টের আলোচনাসংবলিত সর্বশেষ সংস্করণের মুখতাসার আরবি বই প্রকাশেরও সিদ্ধান্ত নিয়েছি।


كتاب: مُـخْتـَصر الرسالة الثلاثينية في
التحذير من الغلـو فـي التـكفير

تأليف: الشيخ عاصم البركاوي

اختصار وتهذيب: الشيخ الحارث بن غازي النظاري
.
.
প্রকাশিতব্য, ইনশাআল্লাহ
প্রকাশনা বিভাগ, ইলমওয়েব
10👍2😁1
‘আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন যেন তোমরা পুনরায় এরকম কাজ কখনো না করো, যদি তোমরা ইমানদার হও।’

[ সুরা আন-নুর, ২৪ : ১৭ ]

#ilmweb
16
কোনো ফাসিক, বিদআতি বা কাফিরের সাথে বন্ধুত্ব চালিয়ে যাওয়া বা দীর্ঘায়িত করা যাবে না। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব মানুষ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন। কোনো মানুষ বা প্রাণীর মৃত দেহ যেমন বাতাস ও পানিকে দূষিত করে, ঠিক তেমনি নেককার ব্যক্তিও ফাসিক, মুবতাদি (বিদআতি) বা কাফিরের সংস্পর্শ বা মেলামেশায় দূষিত হয়। তাদের নিফাক, বিশ্বাস, জীবনপদ্ধতি, আচার-আচরণ সবকিছুই সংক্রামক।
____
শাইখ আহমাদ মুসা জিবরিল
বই : মুক্তিপথের খোঁজে
18😁1
‘তোমার রবের যে কিতাব (কুরআন) তোমার কাছে ওহির মাধ্যমে পাঠানো হয়েছে তা পাঠ কর। তাঁর বাণীসমূহ কেউ পরিবর্তন করতে পারে না এবং তাঁকে ছাড়া তুমি কোনো আশ্রয়স্থল পাবে না।’

[ সুরা আল-কাহফ,  ১৮ : ২৭ ]

#ilmweb
11
মুওয়াহহিদ(তাওহিদবাদী)সালাত-আদায়কারীদের রক্ত হালাল করে নেয়া মারাত্মক ভয়াবহ কাজ। হাজারো কাফির ছেড়ে দেয়ার মতো ভুল করা, একজন মুসলিমের রক্ত ঝরানোর মতো ভুল করার চেয়ে অনেক সহজ বিষয়।
____
শাইখ আসিম আল-বারকাওয়ি
বই : আমাদের আকিদাহ
7
‘অবশ্যই আমি দাউদ ও সুলাইমানকে জ্ঞান দিয়েছিলাম। তারা বলেছিল, সকল প্রশংসা সেই মহান আল্লাহর যিনি আমাদেরকে তাঁর অনেক মুমিন বান্দার ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন।’

[ সুরা আন-নামল,  ২৭ : ১৫ ]

#ilmweb
10👍3
মানুষের কর্মের প্রতিদান তাদের কর্মের ফলাফলের সাথে যুক্ত নয়। তাই কাজ করার সময়ে তার মন প্রবৃত্তির আত্মতৃপ্তি থেকে দূরে থাকবে। কর্মের ফলাফল ভোগের অপেক্ষায় থাকবে না (কী কী প্রতিদান পাবে তা ভাববে না)। এমনকি যদি তার হাতে দ্বীন বিজয়ের মতো বিষয়ও থাকে, তবুও সে ফলাফলের অপেক্ষায় থাকবে না। আর এ কারণেই যেকোনো ভালো উদ্দেশ্যেও অবৈধ মাধ্যম ব্যবহারের বৈধতা নেই। তাই কোনো মুসলিমের জন্য শোভনীয় নয় এবং বৈধও নয় যে, সে মহৎ কোনো লক্ষ্য-উদ্দেশ্যকে অবৈধ কোনো পন্থায় অর্জন করবে। তাই তো কোনো সার্টিফিকেটের জন্য পরীক্ষায় নকল করা বৈধ নয়, যদিও সে মনে করে এর মাধ্যমে সে ইসলামেরই সেবা করবে। কোনো কাফিরের মাল-সম্পদ চুরি করে মুসলিমকে সাদাকাহ (দান) করাও বিধিসম্মত নয়।
____
শাইখ ড. আবদুল্লাহ আযযাম
বই : আকিদাহর পরিশুদ্ধি
9👍1
‘তারা যেসব কাজ করেছে আমি তার দিকে মনোনিবেশ করব এবং সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করব।’

[ সুরা আল-ফুরকান, ২৫ : ২৩ ]

#ilmweb
5
‘মহান আল্লাহকে ভয় করাটাই দুনিয়া ও আখিরাতের সমস্ত কল্যাণের মূল।'

——
ইমাম ইবনু তাইমিয়াহ (রাহিমাহুল্লাহ)
[ জামিয়ুল মাসায়িল : ৯/১৭৯ ]
21
‘নিশ্চয়ই এই কুরআন সর্বাধিক সঠিক পথ দেখায় এবং সৎকর্মশীল মুমিনদেরকে এই সুসংবাদ দেয় যে, তাদের জন্য বড় পুরস্কার রয়েছে।’

[ সুরা আল-ইসরা, ১৭ : ৯ ]

#ilmweb
11
মুসলিম বিশ্বাস করে, আল্লাহ তাঁর বান্দার সাথে রয়েছেন। তারা যেখানেই থাকুক না কেন তিনি তাদের দেখছেন, শুনছেন। ফলে সে পাপের ব্যাপারে ভীত হয়। আল্লাহর ব্যাপারে সে হয় সবচেয়ে লজ্জাশীল। আর আল্লাহর সাহায্য ও বিজয় তার সাথে রয়েছে বলে আল্লাহর শরিয়াতের ব্যাপারে সে কাউকেই ভয় পায় না, পরোয়া করে না। সৎ কাজের আদেশ ও অসৎ কাজের বারণের ব্যাপারে সে হয় সবার অগ্রগামী।
____
বই : কিশোর তাওহিদ শিক্ষা [‘মিম্বারুত তাওহিদ’ সংকলিত]
পুনঃসংকলন, সংযোজন ও বিন্যাস : তাইব হোসেন
4