দুই বছর মেয়াদি ‘আত-তাখাসসুস ফি উলুমিল হাদিস’-এ ভর্তি চলছে...
আসন সংখ্যা : ৫ জন
আবেদনের সময়সীমা :
৩ শাওয়াল, ১৪৪৬ । ২ এপ্রিল, ২০২৫
আবেদন লিংক : https://tinyurl.com/yc2ds82b
কুল্লিয়াতুশ শরিয়াহ, ইলমওয়েব স্কুলিং
ঠিকানা : দক্ষিণখান, ঢাকা।
ফোন : ০১৫৫০৭০৮৬৯১, ০১৫৫০৭০৮৬৯০
ইমেইল : schooling@ilmweb.net
ওয়েবসাইট : www.ilmweb.net
আসন সংখ্যা : ৫ জন
আবেদনের সময়সীমা :
৩ শাওয়াল, ১৪৪৬ । ২ এপ্রিল, ২০২৫
আবেদন লিংক : https://tinyurl.com/yc2ds82b
কুল্লিয়াতুশ শরিয়াহ, ইলমওয়েব স্কুলিং
ঠিকানা : দক্ষিণখান, ঢাকা।
ফোন : ০১৫৫০৭০৮৬৯১, ০১৫৫০৭০৮৬৯০
ইমেইল : schooling@ilmweb.net
ওয়েবসাইট : www.ilmweb.net
❤5👍3
আল্লাহর অশেষ কৃপায় আমরা আমাদের অফলাইন কার্যক্রম শুরু করতে যাচ্ছি। স্থান হিসেবে দক্ষিণখানে আমরা একটি খোলামেলা ভবন ভাড়া নিচ্ছি৷ সবকিছু মোটামুটি চূড়ান্ত।
ইলমওয়েব স্কুলিং-এর কুল্লিয়াতুশ শরিয়াহর (শরিয়াহ অনুষদ) অধীনে প্রথম কোর্স হিসেবে থাকছে উলুমুল হাদিস। দুই বছর মেয়াদি ❝আত-তাখাসসুস ফি উলুমিল হাদিস❞ দিয়েই আমরা কুল্লিয়ার কার্যক্রম শুরু করছি৷ ইতিমধ্যে মুরাকিব (তত্ত্বাবধায়ক) হিসেবে একজন উসতাযও নিয়োগ দেয়া হয়েছে। আর কুল্লিয়াতুশ শরিয়াহর রয়িস (প্রধান) হিসেবে আছেন উসতায শাইখুল ইসলাম (হাফিযাহুল্লাহ)। ইতিমধ্যে তিনি উলুমুল হাদিসের জন্য ব্যতিক্রমধর্মী একটি সিলেবাসও প্রস্তুত করে ফেলেছেন, আলহামদুলিল্লাহ।
আল্লাহর ইচ্ছায় নিজেদের একটি জায়গা ও ঠিকানা নিয়ে আমরা পথচলা শুরু করতে যাচ্ছি। আশা করা যায় আমাদের অনলাইন কোর্সগুলোও আরও বেগবান হবে। ধীরে ধীরে অনলাইন এক্টিভিটিও বাড়াতে পারব, ইনশাআল্লাহ। সঠিক কাজের জন্য অনলাইন ও অফলাইনের সমন্বয়ের বিকল্প নেই।
ইলমওয়েব স্কুলিং-এর কুল্লিয়াতুশ শরিয়াহর (শরিয়াহ অনুষদ) অধীনে প্রথম কোর্স হিসেবে থাকছে উলুমুল হাদিস। দুই বছর মেয়াদি ❝আত-তাখাসসুস ফি উলুমিল হাদিস❞ দিয়েই আমরা কুল্লিয়ার কার্যক্রম শুরু করছি৷ ইতিমধ্যে মুরাকিব (তত্ত্বাবধায়ক) হিসেবে একজন উসতাযও নিয়োগ দেয়া হয়েছে। আর কুল্লিয়াতুশ শরিয়াহর রয়িস (প্রধান) হিসেবে আছেন উসতায শাইখুল ইসলাম (হাফিযাহুল্লাহ)। ইতিমধ্যে তিনি উলুমুল হাদিসের জন্য ব্যতিক্রমধর্মী একটি সিলেবাসও প্রস্তুত করে ফেলেছেন, আলহামদুলিল্লাহ।
আল্লাহর ইচ্ছায় নিজেদের একটি জায়গা ও ঠিকানা নিয়ে আমরা পথচলা শুরু করতে যাচ্ছি। আশা করা যায় আমাদের অনলাইন কোর্সগুলোও আরও বেগবান হবে। ধীরে ধীরে অনলাইন এক্টিভিটিও বাড়াতে পারব, ইনশাআল্লাহ। সঠিক কাজের জন্য অনলাইন ও অফলাইনের সমন্বয়ের বিকল্প নেই।
❤🔥4❤3
প্রকাশনা বিভাগ, ইলমওয়েব থেকে প্রকাশিত ❝আমাদের আকিদাহ❞ বইয়ের অনুসরণে দারস হচ্ছে কুষ্টিয়ায়। আপনারাও আপনাদের এলাকায় প্রতিটি সার্কেলে এই বইয়ের দারস ও পাঠচক্র শুরু করতে পারেন। অগ্রসর হোন নেক কাজে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশুদ্ধ আকিদাহ ও তাওহিদের পথে ভাইদের কবুল করুন।
বই : আমাদের আকিদাহ (হাযিহি আকিদাতুনা)
লেখক : শাইখ আসিম আল-বারকাওয়ি
প্রকাশনা বিভাগ, ইলমওয়েব
বই : আমাদের আকিদাহ (হাযিহি আকিদাতুনা)
লেখক : শাইখ আসিম আল-বারকাওয়ি
প্রকাশনা বিভাগ, ইলমওয়েব
❤5❤🔥1
যালিমের যুলম মানেই পতন আসন্ন। যে ভূমি উমার (রাদিয়াল্লাহু আনহু) আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠার জন্য বিজয় করেছিলেন, যে পবিত্র মাটি সাহাবায়ে কিরাম আল্লাহর তাওহিদ ও শরিয়াত প্রতিষ্ঠায় দখল করেছিলেন, সে ভূমির বিজয় আল্লাহর তাওহিদ ও শরিয়াত ব্যতীত অন্য কোনো কিছুর উদ্দেশ্যে কখনো স্বাধীন হবে না।
কেবল শরিয়াতের ছায়াতলেই মুমিনের অবতরণ। আমরা গাযা ও আকসার জন্য আল্লাহর কাছে দুআ করি, হে আল্লাহ আপনি আমাদের মাঝে এমন একটি হাত পাঠান, যা জায়নবাদীদের শায়েস্তা করবে এবং কেবল আপনার তাওহিদ প্রতিষ্ঠা করবে।
#ilmweb
কেবল শরিয়াতের ছায়াতলেই মুমিনের অবতরণ। আমরা গাযা ও আকসার জন্য আল্লাহর কাছে দুআ করি, হে আল্লাহ আপনি আমাদের মাঝে এমন একটি হাত পাঠান, যা জায়নবাদীদের শায়েস্তা করবে এবং কেবল আপনার তাওহিদ প্রতিষ্ঠা করবে।
#ilmweb
❤14👍1
অনেকগুলো কারণে রমাদান মাস বিশেষত্ব লাভ করেছে। এ মাসে আল্লাহ জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন এবং জান্নাতের দরজাগুলো খোলার আদেশ করেন। এই মাসেই শয়তানকে শেকলবদ্ধ রাখা হয়। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
إِذَا جَاءَ رَمَضَانُ فُتِحَتْ أَبْوَابُ الْجَنَّةِ وَغُلِقَتْ أَبْوَابُ النَّارِ وَصُفَدَتِ الشَّيَاطِينُ
'রমাদান মাস শুরু হলে জান্নাতের দরজাগুলো খুলে দেয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়া হয় এবং শয়তানকে শেকলবন্দি করা হয়।
[সহিহ মুসলিম, কিতাবুস সিয়াম, হাদিস নং: ১০৭৯]
____
শাইখ আহমাদ মুসা জিবরিল
বই— রমাদান : জিজ্ঞাসা ও জবাব
إِذَا جَاءَ رَمَضَانُ فُتِحَتْ أَبْوَابُ الْجَنَّةِ وَغُلِقَتْ أَبْوَابُ النَّارِ وَصُفَدَتِ الشَّيَاطِينُ
'রমাদান মাস শুরু হলে জান্নাতের দরজাগুলো খুলে দেয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়া হয় এবং শয়তানকে শেকলবন্দি করা হয়।
[সহিহ মুসলিম, কিতাবুস সিয়াম, হাদিস নং: ১০৭৯]
____
শাইখ আহমাদ মুসা জিবরিল
বই— রমাদান : জিজ্ঞাসা ও জবাব
❤1👍1
উম্মাহর হৃদয় ছিড়ে যাওয়া এই গণহত্যায় আকিদাহর জাগরণ ঘটুক। চলুন ইযযাহ ও সম্মানের প্রকৃত অর্থ শিখি। কীভাবে সত্যিকারের ইযযাহ ও বিজয় অর্জন করতে হয়, শিখি। কীভাবে এসব গণহত্যা বন্ধ করা যায়, প্রতিরোধ করা যায় শিখি। আমাদের গৌরবময় অতীত। একসময় এমন ছিল কোনো একজন মুসলিমকে শত্রুভূমিতেও কেউ ক্ষতি করার সাহস করত না। ইতিহাসে এমনো ছিল যে, মুসলিম যালিম শাসকরা মুসলিমদের নির্যাতন করত। কিন্তু যখন বাইরের কাফির কোনো একজন মুসলিম মহিলা বা শিশুকেও ক্ষতি করতে চাইত, পুরো সেনাবাহিনীই প্রস্তুত হয়ে যেত। একে যুদ্ধের ঘোষণা হিসেবে মনে করা হতো। মুসলিম শাসকদের এমনভাবে কাঁপিয়ে তুলত যে, এর জবাবে নজিরবিহীন বাহিনী ব্যবহৃত হতো। এক মুসলিম নারী নির্যাতনের শিকার হলে হাজ্জাজ ও মুতাসিম বাহিনী প্রস্তুত করেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সে গণহত্যায় বাহিনী পাঠাননি, যেখানে খুব দ্রুত ১৫০০০ মুসলিম আক্রান্ত হয়ে যায়। তিনি তো শুধু একজন মুসলিম মহিলার সম্মানের জন্যই বাহিনী পাঠিয়ে দিয়েছিলেন। তিনি নিজে সেই বাহিনীর নেতৃত্ব দেন। পুরো ইহুদি গোত্রকেই বহিষ্কার করেন। তাও একজন মুসলিমের জন্য। বনু কাইনুকা কিন্তু দুর্বল ছিল না, বরং ক্ষমতাশীল ছিল।
👍3
এক মুসলিম মহিলাকে অসম্মান করা হয়। ফলে তাদের অস্ত্রশস্ত্র, সামরিক জ্ঞান থাকা সত্ত্বেও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে বিবেচনায় নেননি। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে, তারা খুবই শক্তিশালী, আমরা তাদের মুখোমুখি হতে পারব না।
.
.
বই—মুক্তিপথের খোঁজে
শাইখ আহমাদ মুসা জিবরিল
___
পাইকারী কিংবা খুচরা সংগ্রহ করতে যোগাযোগ করুন :
হেল্পফুল শপ বিডি
দোকান নং : ২০-২৩, কওমী মার্কেট (১ম তলা), ৬৫/১ প্যারীদাস রোড, বাংলাবাজার, ঢাকা।
যোগাযোগ : 01915946936 /01300016732
.
.
বই—মুক্তিপথের খোঁজে
শাইখ আহমাদ মুসা জিবরিল
___
পাইকারী কিংবা খুচরা সংগ্রহ করতে যোগাযোগ করুন :
হেল্পফুল শপ বিডি
দোকান নং : ২০-২৩, কওমী মার্কেট (১ম তলা), ৬৫/১ প্যারীদাস রোড, বাংলাবাজার, ঢাকা।
যোগাযোগ : 01915946936 /01300016732
👍3
ইতিকাফের সর্বনিম্ন সময় কতটুকু?
হাম্বলিদের মতে, এটি দিনের একটি অংশ (একদিনের কিছু সময় যথেষ্ট)। হানাফিদের মত হচ্ছে, যেকোনো পরিমাণ সময়ই যথেষ্ট। শাফিয়িরা বলেন, রুকুতে কেউ যতটুকু সময় অতিবাহিত করে, এটি তার সমপরিমাণ। রুকুতে যে এক, দুই কিংবা তিন মিনিট সময় ব্যয় হয়, ইতিকাফের জন্য এটুকু সময়ও যথেষ্ট।
____
শাইখ আহমাদ মুসা জিবরিল
বই— রমাদান : জিজ্ঞাসা ও জবাব
.
.
পাইকারী কিংবা খুচরা সংগ্রহ করতে যোগাযোগ করুন :
হেল্পফুল শপ বিডি
দোকান নং : ২০-২৩, কওমী মার্কেট (১ম তলা), ৬৫/১ প্যারীদাস রোড, বাংলাবাজার, ঢাকা।
যোগাযোগ : 01915946936/01300016732
হাম্বলিদের মতে, এটি দিনের একটি অংশ (একদিনের কিছু সময় যথেষ্ট)। হানাফিদের মত হচ্ছে, যেকোনো পরিমাণ সময়ই যথেষ্ট। শাফিয়িরা বলেন, রুকুতে কেউ যতটুকু সময় অতিবাহিত করে, এটি তার সমপরিমাণ। রুকুতে যে এক, দুই কিংবা তিন মিনিট সময় ব্যয় হয়, ইতিকাফের জন্য এটুকু সময়ও যথেষ্ট।
____
শাইখ আহমাদ মুসা জিবরিল
বই— রমাদান : জিজ্ঞাসা ও জবাব
.
.
পাইকারী কিংবা খুচরা সংগ্রহ করতে যোগাযোগ করুন :
হেল্পফুল শপ বিডি
দোকান নং : ২০-২৩, কওমী মার্কেট (১ম তলা), ৬৫/১ প্যারীদাস রোড, বাংলাবাজার, ঢাকা।
যোগাযোগ : 01915946936/01300016732
👍6
❝আল্লাহ ও তাঁর রাসুলের সাথে মুশরিকদের কীভাবে চুক্তি হতে পারে? তবে যাদের সাথে মাসজিদুল হারামের কাছে তোমরা চুক্তি করেছিলে তাদের কথা আলাদা। অতএব, তারা যতক্ষণ তোমাদের সাথে ঠিক থাকবে, ততক্ষণ তোমরাও তাদের সাথে ঠিক থাকবে।❞
[ সুরা আত-তাওবাহ, ৯ : ৭ ]
[ সুরা আত-তাওবাহ, ৯ : ৭ ]
❤12👍1
উম্মাহ, উম্মাহবোধ, উম্মাহর মুক্তি ইত্যাদি কথাগুলো যেন চর্বিত চর্বনে পরিণত হয়েছে। তবু বলে যেতে হবে, উম্মাহকে ভাবতে শিখতে হবে। ফিলিস্তিন, আল-আকসা আমাদের আকিদাহর ইস্যু। পবিত্র ভূমির সাথে তাওহিদ জড়িয়ে আছে, আম্বিয়া আলাইহিমুস সালাম জড়িয়ে আছেন। কিছু না করতে পারলে আসুন দুটো হাত তুলি। অন্তত নিজের তো কিছুটা লাভ হবে।
❤12👍1