ilmweb
3.07K subscribers
494 photos
37 videos
198 links
A knowledge-centrum based on the cognition and methodology of the Pious predecessors.

Web: www.ilmweb.net
Facebook: www.facebook.com/ilmweb
Twitter: www.twitter.com/ilmweb
Instagram: www.instagram.com/ilmweb
Youtube: www.youtube.com/ilmweb
Download Telegram
‘আসমান ও যমিনে যা কিছু আছে সবই আল্লাহর। আল্লাহ অভাবমুক্ত, প্রশংসিত।’

[ সুরা লুকমান, ৩১ : ২৬ ]

#ilmweb
13😁1
‘আমি মানুষ সৃষ্টি করেছি এবং তার মন তাকে যে কুমন্ত্রণা দেয় তা আমি জানি। ঘাড়ের শিরার চেয়েও আমি তার কাছে রয়েছি।’

[ সুরা কাফ, ৫০ : ১৬ ]

#ilmweb
13
‘আমি তো কুরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি। অতএব, উপদেশ গ্রহণকারী কেউ আছে কি?’

[ সুরা আল-কামার,  ৫৪ : ১৭ ]

#ilmweb
14
খুলনা বইমেলা ২০২৫ শুরু হয়েছে। প্রকাশনা বিভাগ, ইলমওয়েবের সকল বই পাওয়া যাচ্ছে আদ্ব-দ্বীন শপের স্টলে। স্টলে, স্টল নং— ৪১,৪২।

স্থান : পাবলিক লাইব্রেরী প্রাঙ্গন, বয়রা, খুলনা।

#ilmweb
7
‘আমি তো তোমাকে পাঠিয়েছি সত্যসহ একজন সুসংবাদদাতা ও সতর্ককারীরুপে। এমন কোন জাতি নেই যাদের মধ্যে কোন সতর্ককারী আসেনি।’

[ সুরা ফাতির, ৩৫ : ২৪ ]

#ilmweb
15
'আরশের ওপর সমুন্নত হওয়া এবং আসমানের ওপর থাকা সত্ত্বেও আল্লাহ তাঁর বান্দাদের সাথেই রয়েছেন, তারা যেখানেই থাকুক না কেন।'
____
শাইখ আসিম আল-বারকাওয়ি
[ আমাদের আকিদাহ ]
20❤‍🔥2
‘যারা আল্লাহ ও তাঁর রসূলকে কষ্ট দেয়, আল্লাহ তাদেরকে দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত করেছেন আর তাদের জন্য প্রস্তুত রেখেছেন অপমানজনক শাস্তি।’

[সুরা আল-আহযাব, ৩৩ : ৫৭]

#ilmweb
15🔥3
‘যারা কুফরি করে ও আল্লাহর পথে বাধা সৃষ্টি করে, আমি তাদেরকে আযাবের পর আযাব বৃদ্ধি করব; কারণ তারা অশান্তি সৃষ্টি করত।’

[ সুরা আন-নাহল, ১৬ : ৮৮ ]

#ilmweb
13
❝যে ব্যক্তি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, তাকে হত্যাই এর শাস্তি।❞
____
ইমাম ইবনু কাসির
[ তাফসিরু ইবনি কাসির, খণ্ড : ২ ]
21👍2
‘আল্লাহই সমুদ্রকে তোমাদের আয়ত্তাধীন করে দিয়েছেন, যাতে তাঁর আদেশে তাতে নৌযান চলাচল করে এবং তোমরা তাঁর অনুগ্রহ সন্ধান করো ও কৃতজ্ঞতা প্রকাশ কর।’

[ সুরা আল-জাসিয়াহ, ৪৫ : ১২ ]

#ilmweb
13👍2
নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘পাঁচটি বিষয়ের আগেই পাঁচটি জিনিস থেকে সুবিধা লাভ করো— বৃদ্ধ বয়সে উপনীত হবার আগেই যৌবন, অসুস্থতার আগেই সুস্থতা, দরিদ্রতার আগেই স্বচ্ছলতা, ব্যস্ততার আগেই অবসর এবং  মৃত্যু আসার আগেই জীবন।’

হাদিসটি এ শিক্ষাই দেয়—জীবন, সুস্থতা ও অবসর সময়ের সুবিধাকে আল্লাহর ইবাদতে এমনভাবে কাজে লাগানো উচিত, যেন এটিই জীবনের শেষ রমাদান। রমাদান মাস আত্মিক শক্তি পুনর্গঠন করার মাস। এ মাস থেকে একজন কতটুকু উপকার লাভ করবে, সেটি তার ওপরই নির্ভর করে।

____
শাইখ আহমাদ মুসা জিবরিল
বই— রমাদান : জিজ্ঞাসা ও জবাব
.
.
পাইকারী কিংবা খুচরা সংগ্রহ করতে যোগাযোগ করুন :
হেল্পফুল শপ বিডি
দোকান নং : ২০-২৩, কওমী মার্কেট (১ম তলা), ৬৫/১ প্যারীদাস রোড, বাংলাবাজার, ঢাকা।
যোগাযোগ : ০১৭৩৯-৯১১১৩৪
6👍3
‘আমি কি ইমানদার ও সৎকর্মশীলদের কে পৃথিবীতে গোলযোগ সৃষ্টিকারীদের সমান গণ্য করব? নাকি মুত্তাকীদের পাপাচারীদের সমান গণ্য করব?

[ সুরা সাদ, ৩৮ : ২৮ ]

#ilmweb
👍103
❝যখন মুসলিমরা তাদের ভূমি স্বাধীন করতে চায়, আল্লাহর পতাকা তুলে ধরে, মুসলিমদের প্রতিরক্ষা করে, তখন তারা সন্ত্রাসী ও অপরাধী হয়ে যায়। দুঃখের বিষয় হলো বহু নামধারী মুসলিমও এভাবে মূল্যায়ন করে। যুক্তরাষ্ট্র সেই আইনই প্রয়োগ করতে চায়, যার ওপর তাদের পূর্বপুরুষরা দেশকে প্রতিষ্ঠিত করেছিল। কিন্তু মুসলিমরা নিজ দেশে আল্লাহর শরিয়াত প্রয়োগ করতে চাইলেই তাদেরকে মৌলবাদী ও চরমপন্থী মনে করা হয়। অথচ এটি আমাদের পূর্বপুরুষদের আইন। এর ওপরই তাঁরা এ ভূমিগুলোকে প্রতিষ্ঠিত করে গেছেন।❞
___
বই—মুক্তিপথের খোঁজে
লেখক —শাইখ আহমাদ মুসা জিবরিল।
.
.
পাইকারী কিংবা খুচরা সংগ্রহ করতে যোগাযোগ করুন :
হেল্পফুল শপ বিডি
দোকান নং : ২০-২৩, কওমী মার্কেট (১ম তলা), ৬৫/১ প্যারীদাস রোড, বাংলাবাজার, ঢাকা।
যোগাযোগ : ০১৭৩৯-৯১১১৩৪
6
‘যারা ইমান এনেছে এবং নিজেদের ইমানকে যুলুমের (শিরকের) সাথে মিশ্রিত করে না তাদের জন্যই নিরাপত্তা। আর তারাই সঠিক পথপ্রাপ্ত।’

[ সুরা আল-আনআম, ৬ : ৮২ ]

#ilmweb
13
রমাদানের ফযিলত:
সহিহ বুখারিতে বান্দার প্রতি আল্লাহর দয়া দেখানোর ব্যাপারে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে। তিনটি হাদিস নিচে দেয়া হলো :

১/রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

مَنْ قَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ
‘যে ব্যক্তি ইমানের সাথে সাওয়াবের আশায় রমাদানের রাতে কিয়াম করবে, তার আগের সব গুনাহ মাফ করে দেয়া হবে।’
[সহিহ বুখারি, কিতাবুল ইমান, হাদিস নং : ৩৭]

এই হাদিসে কিয়াম মানে সালাতুত তারাবি (তারাবির সালাত)।

২/রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন,
مَنْ صَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ
‘যে ব্যক্তি ইমানের সাথে সাওয়াবের আশায় রমাদান মাসে সাওম পালন করবে, তার আগের সব গুনাহ মাফ করে দেয়া হবে।
[সহিহ বুখারি, কিতাবুল ইমান, হাদিস নং : ৩৮]
4
৩/নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
مَنْ قَامَ لَيْلَةَ الْقَدْرِ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وَمَنْ صَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ
‘যে ব্যক্তি লাইলাতুল কদরে ইমানের সাথে সাওয়াবের আশায় রাত জেগে ইবাদত করে, তার পেছনের সমস্ত গুনাহ ক্ষমা করা হবে। আর যে ব্যক্তি ইমানসহ সাওয়াবের আশায় রমাদানে সিয়াম পালন করবে, তারও অতীতের সমস্ত গুনাহ মাফ করা হবে।’
এই হাদিসগুলোতে আল্লাহর অসীম দয়া ও করুণা ফুটে উঠেছে। তিনি আদম সন্তানের জন্য অসংখ্যবার তাওবাহ ও ক্ষমাপ্রার্থনার সুযোগ দিয়ে রেখেছেন।

[সহিহ বুখারি, কিতাবুস সাওম, হাদিস নং : ১৯০১]

____
শাইখ আহমাদ মুসা জিবরিল
বই— রমাদান : জিজ্ঞাসা ও জবাব
.
.
পাইকারী কিংবা খুচরা সংগ্রহ করতে যোগাযোগ করুন :
হেল্পফুল শপ বিডি
দোকান নং : ২০-২৩, কওমী মার্কেট (১ম তলা), ৬৫/১ প্যারীদাস রোড, বাংলাবাজার, ঢাকা।
যোগাযোগ : ০১৭৩৯-৯১১১৩৪
3🥰1
— মুসলিম বিশ্বাস করে, আল্লাহই জীবন ও মৃত্যুদাতা। মৃত্যু আল্লাহরই হাতে। কারও সামর্থ্য নেই যে, মৃত্যুকে এক মুহূর্ত আগে বা পরে করবে। এ জন্য মুসলিম আল্লাহর ক্ষেত্রে কোনো নিন্দুকের নিন্দার পরোয়া করে না। সে সত্য কথা বলে। সত্য বলতে কাউকেই ভয় করে না।
— মুসলিম আল্লাহর দ্বীনের সাহায্যের জন্য সবসময় উৎসাহী ও উদ্যমী। সে আল্লাহর শত্রুদের ভয় করে না, তারা যত বেশিই হোক না কেন। সে একমাত্র আল্লাহকেই ভয় করে।
___
বই : কিশোর তাওহিদ শিক্ষা [‘মিম্বারুত তাওহিদ’ সংকলিত]
পুনঃসংকলন, সংযোজন ও বিন্যাস : তাইব হোসেন
.
.
পাইকারী কিংবা খুচরা সংগ্রহ করতে যোগাযোগ করুন :
হেল্পফুল শপ বিডি
দোকান নং : ২০-২৩, কওমী মার্কেট (১ম তলা), ৬৫/১ প্যারীদাস রোড, বাংলাবাজার, ঢাকা।
যোগাযোগ : ০১৭৩৯-৯১১১৩৪
1
‘মানুষের মধ্যে এমন মানুষও আছে যার কাছে কোন জ্ঞান, পথনির্দেশ কিংবা দিক-নির্দেশনা প্রদানকারী কিতাব না থাকা সত্ত্বেও সে আল্লাহর ব্যাপারে বিতর্ক করে।’

[ সুরা আল-হাজ্জ, ২২ : ৮ ]

#ilmweb
14
রমাদানের ফজিলত: শেষ বিচারের দিনে পুরস্কারলাভ

রমাদান মাসে প্রত্যেক নেক আমলের সাওয়াব সত্তরগুণ বৃদ্ধি করা হয়। রমাদান মাসের একটি নেক আমল সমপরিমাণ সাওয়াব পেতে হলে রমাদানের বাইরে সত্তরবার সেই আমলটি করতে হবে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

مَنْ صَامَ يَوْمًا فِي سَبِيلِ اللَّهِ بَعَدَ اللَّهُ وَجْهَهُ عَنِ النَّارِ سَبْعِينَ خَرِيفًا

'যে ব্যক্তি আল্লাহর রাস্তায় এক দিন সিয়াম পালন করে, আল্লাহ তার মুখমণ্ডলকে জাহান্নামের আগুন থেকে সত্তর বছরের রাস্তা দূরে সরিয়ে নেন।'
[সহিহ বুখারি, কিতাবুল জিহাদ ওয়াস-সিয়ার, হাদিস নং: ২৮৪০]

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

قَالَ اللهُ كُلُّ عَمَلِ ابْنِ آدَمَ لَهُ إِلَّا الصِّيَامَ فَإِنَّهُ لِي وَأَنَا أَجْزِي بِهِ

'আল্লাহ বলেন-সাওম ছাড়া আদমসন্তানদের সব কাজ তার নিজের জন্য, সাওম কেবল আমারই জন্য এবং আমি নিজেই এর প্রতিদান দেবো।'
[সহিহ বুখারি, কিতাবুস সাওম, হাদিস নং: ১৯০৪]

এই হাদিসে আমরা দেখছি, আল্লাহর কাছে সাওম পালনকারীর জন্য প্রতিশ্রুত পুরস্কার ছাড়াও আরও বিরাট পুরস্কার রয়েছে। জান্নাতের ভেতর আর-রাইয়ান (পিপাসা-নিবারণকারী) নামক একটি দরজা আছে। এই নামকরণের কারণ হচ্ছে, মুসলিমরা কেবল আল্লাহর জন্যই নিজ পিপাসা ও কামনা-বাসনাকে উপেক্ষা করেছিল। তাই, আল্লাহ ওই ব্যক্তিকে এই দরজা দিয়ে প্রবেশ করার অনুমতি দেবেন এবং যা খুশি তা পছন্দ করার স্বাধীনতাও দেবেন। আল্লাহর জন্য কিছু ত্যাগ করলে আল্লাহ এর প্রতিদান কয়েকগুণ বাড়িয়ে দেন।
____
শাইখ আহমাদ মুসা জিবরিল
বই— রমাদান : জিজ্ঞাসা ও জবাব
.
.
পাইকারী কিংবা খুচরা সংগ্রহ করতে যোগাযোগ করুন :
হেল্পফুল শপ বিডি
দোকান নং : ২০-২৩, কওমী মার্কেট (১ম তলা), ৬৫/১ প্যারীদাস রোড, বাংলাবাজার, ঢাকা।
যোগাযোগ : ০১৭৩৯-৯১১১৩৪
6👍2
‘সে নিজের প্রতি যুলুমকারী অবস্থায় (অর্থাৎ আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ের পরিবর্তে মনে অহংকার আর অবিশ্বাস নিয়ে) তার বাগানে প্রবেশ করেছিল। সে বলেছিল, আমি মনে করিনা এই বাগান কখনও ধ্বংস হবে।’

[ সুরা আল-কাহফ,  ১৮ : ৩৫ ]

#ilmweb
9