‘আকিদাহর মূলনীতি’ বইটি আমরা আরও পরিমার্জিত ও পরিশোধিত নবসংস্করণে আনতে যাচ্ছি। নতুন নাম ও প্রচ্ছদে আসতে যাচ্ছে, ইনশাআল্লাহ।
বই : আকিদাহ তহাবিয়াহ [১]
—শাইখ আহমাদ মুসা জিবরিল
প্রকাশনা বিভাগ, ইলমওয়ে
বই : আকিদাহ তহাবিয়াহ [১]
—শাইখ আহমাদ মুসা জিবরিল
প্রকাশনা বিভাগ, ইলমওয়ে
😢7👍3
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন :
‘পাঁচটি বিষয়ের আগেই পাঁচটি জিনিস থেকে সুবিধা লাভ কর—বৃদ্ধ বয়সে উপনীত হবার আগেই যৌবন, অসুস্থতার আগেই সুস্থতা, দরিদ্রতার আগেই স্বচ্ছলতা, ব্যস্ততার আগেই অবসর এবং মৃত্যু আসার আগেই জীবন।’[১]
শাইখ আহমাদ মুসা জিবরিল বলেন : হাদিসটি এ শিক্ষাই দেয়—জীবন, সুস্থতা ও অবসর সময়ের সুবিধাকে আল্লাহর ইবাদতে এমনভাবে কাজে লাগানো, যেন এটিই জীবনের শেষ রমাদান। রমাদান মাস আত্মিক শক্তি পুনর্গঠন করার মাস। এ মাস থেকে একজন কতটুকু উপকার লাভ করবে, সেটি তার ওপরই নির্ভর করে।
.
.
[১] আল-মুসতাদরাক আলাস–সহিহাইন, হাদিস নং: ৮৭৪৬। ইমাম হাকিম হাদিসটিকে বুখারি ও মুসলিমের শর্ত অনুযায়ী সহিহ বলেছেন এবং ইমাম যাহাবি তাঁর সাথে ঐকমত্য পোষণ করেছেন। ইমাম আলবানিও একে সহিহ বলেছেন (সহিহুল জামি, হাদিস নং : ১০৭৭)
——
[ সূত্র : বই—রমাদান : জিজ্ঞাসা ও জবাব ]
‘পাঁচটি বিষয়ের আগেই পাঁচটি জিনিস থেকে সুবিধা লাভ কর—বৃদ্ধ বয়সে উপনীত হবার আগেই যৌবন, অসুস্থতার আগেই সুস্থতা, দরিদ্রতার আগেই স্বচ্ছলতা, ব্যস্ততার আগেই অবসর এবং মৃত্যু আসার আগেই জীবন।’[১]
শাইখ আহমাদ মুসা জিবরিল বলেন : হাদিসটি এ শিক্ষাই দেয়—জীবন, সুস্থতা ও অবসর সময়ের সুবিধাকে আল্লাহর ইবাদতে এমনভাবে কাজে লাগানো, যেন এটিই জীবনের শেষ রমাদান। রমাদান মাস আত্মিক শক্তি পুনর্গঠন করার মাস। এ মাস থেকে একজন কতটুকু উপকার লাভ করবে, সেটি তার ওপরই নির্ভর করে।
.
.
[১] আল-মুসতাদরাক আলাস–সহিহাইন, হাদিস নং: ৮৭৪৬। ইমাম হাকিম হাদিসটিকে বুখারি ও মুসলিমের শর্ত অনুযায়ী সহিহ বলেছেন এবং ইমাম যাহাবি তাঁর সাথে ঐকমত্য পোষণ করেছেন। ইমাম আলবানিও একে সহিহ বলেছেন (সহিহুল জামি, হাদিস নং : ১০৭৭)
——
[ সূত্র : বই—রমাদান : জিজ্ঞাসা ও জবাব ]
❤8
রমাদান আসন্ন। রমাদান ইবাদতের মাস, সিয়াম-কিয়ামের মাস, শুদ্ধি অর্জনের মাস। এই মাসেই কুরআন নাযিল হয়েছে, এই মাসেই সত্য-মিথ্যার সর্বপ্রথম যুদ্ধ বদর সংঘটিত হয়। মূলত রমাদান আল্লাহর মারিফাত হাসিলের এক সুবর্ণ সুযোগ। রমাদানের হক সঠিকভাবে আদায় করতে এ-সংশ্লিষ্ট বিধিবিধান জানা একান্ত জরুরি। বিভিন্ন মাসআলা মাসায়িল জানা গুরুত্বপূর্ণ। রামাদানের দিনগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে ও উপযুক্ত লক্ষ্য অর্জনে আত্মশুদ্ধি ও বিভিন্ন মাসআলা-সংবলিত বইয়ের কোনো বিকল্প নেই।
.
বই — রমাদান : জিজ্ঞাসা ও জবাব
মূল — শাইখ আহমাদ মুসা জিবরিল
পৃষ্ঠা — ১২০
প্রচ্ছদমূল্য — ১৮৩ টাকা
.
পাইকারী এবং খুচরা নিতে যোগাযোগ করুন
হেল্পফুল শপ বিডি
দোকান নং : ২০-২৩, কওমী মার্কেট (১ম তলা), ৬৫/১ প্যারীদাস রোড, বাংলাবাজার, ঢাকা।
যোগাযোগ : ০১৭৩৯-৯১১১৩৪
#ilmweb
.
বই — রমাদান : জিজ্ঞাসা ও জবাব
মূল — শাইখ আহমাদ মুসা জিবরিল
পৃষ্ঠা — ১২০
প্রচ্ছদমূল্য — ১৮৩ টাকা
.
পাইকারী এবং খুচরা নিতে যোগাযোগ করুন
হেল্পফুল শপ বিডি
দোকান নং : ২০-২৩, কওমী মার্কেট (১ম তলা), ৬৫/১ প্যারীদাস রোড, বাংলাবাজার, ঢাকা।
যোগাযোগ : ০১৭৩৯-৯১১১৩৪
#ilmweb
❤5