ilmweb
3.08K subscribers
504 photos
38 videos
199 links
A knowledge-centrum based on the cognition and methodology of the Pious predecessors.

Web: www.ilmweb.net
Facebook: www.facebook.com/ilmweb
Twitter: www.twitter.com/ilmweb
Instagram: www.instagram.com/ilmweb
Youtube: www.youtube.com/ilmweb
Download Telegram
প্রচলিত ভুল : অনির্দিষ্ট ও নির্দিষ্ট তাকফিরের মাঝে পার্থক্য না-করা
—শাইখ আসিম আল-বারকাওয়ি (হাফিযাহুল্লাহ)
.
.
একইভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর পথ থেকে বিচ্যুত বিভিন্ন দলের ব্যাপারে উলামা কিরামের সাধারণ কথাবার্তাগুলোর ব্যাপারটাও তা-ই। যেমন, তাঁরা বলেন, ‘জাহমিয়ারা কাফির’ বা ‘কাদরিয়ারা কাফির’ প্রভৃতি কথাবার্তা। এ ক্ষেত্রে তারা (উগ্র তাকফিরি) এসব সাধারণ কথাবার্তা ও নির্দিষ্ট ব্যক্তির ওপর সেটা প্রয়োগের মাঝে পার্থক্য করে না। ফলে যাদের কাছ থেকেই এসব কথাবার্তা শুনতে পায় বা যাদের বইয়েই এগুলো পড়ে, উল্টো তাদেরকেই তাকফির করা শুরু করে।
.
.
সম্পূর্ণ আর্টিকেলটি পড়তে ভিজিট করুন : https://ilmweb.net/প্রচলিত-ভুল
👍2
‘আল্লাহ বললেন, ইবলিস! আমি যাকে নিজ হাতে সৃষ্টি করেছি তার সস্মানে সিজদা করতে কে তোমাকে নিষেধ করল? তুমি কি নিজেকে বড় মনে করো, না কি তুমি খুব উচ্চমর্যাদাসম্পন্ন?’

[ সুরা সাদ, ৩৮ : ৭৫ ]

#ilmweb
👍6🔥2
আলহামদুলিল্লাহ
অবশেষে ‘আমাদের আকিদাহ’ হাতে এসেছে।

বইটি ৩৫% ছাড়ে, ৯৫ টাকায় প্রি-অর্ডার করতে পারেন। এই অফার ২৫ অক্টোবর পর্যন্ত প্রযোজ্য।


প্রি-অর্ডার লিংক : https://forms.gle/xL6agfmosA5FGMtk6


যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন :
সাদুক শপ | ফোন :+৮৮০১৭১১৭৩৪৬৩৮

https://www.facebook.com/sadooqshop
5👍3
উপমহাদেশের বিখ্যাত সংস্কারক ইমাম শাহ ইসমাইল শহিদ (রাহিমাহুল্লাহ) রাফউল ইয়াদাইনের প্রামাণ্যতা নিয়ে ‘তানওয়িরুল আইনাইন ফি ইসবাতি রাফইল ইয়াদাইন’ নামক একটি বই-ই লিখেছেন।

আল্লাহর অশেষ মেহেরবানি বইটি এক অনুবাদক মহোদয়কে এসাইন করা হয়েছে। আশা করা যায়, বাংলা ভাষায় ইলমি জগতে আরও একটি বই সংযোজন হতে যাচ্ছে, বি-ইযনিল্লাহ। সকল প্রশংসা একমাত্র আল্লাহরই।

#ilmweb
15👍7👎1
‘হে রাসুলগণ! তোমরা হালাল খাদ্যসামগ্রী থেকে আহার করো এবং সৎকাজ কর। তোমরা যা করো অবশ্যই আমি তা ভালভাবে অবগত আছি।’

[ সুরা আল-মুমিনুন, ২৩ : ৫১ ]

#ilmweb
12👍2
আমাদের প্রকাশিত শাইখ ড. আবদুল্লাহ আযযামের অনন্য আকিদাহর বই 'আকিদাহর পরিশুদ্ধি'র দ্বিতীয় সংস্করণ আসছে, ইনশাআল্লাহ। এ মাসেই প্রেসে পাঠাবার পরিকল্পনা। আল্লাহ সহায় হোন।
10👍3
‘অবশ্যই আমি দাউদ ও সুলাইমানকে জ্ঞান দিয়েছিলাম। তারা বলেছিল, সকল প্রশংসা সেই মহান আল্লাহর যিনি আমাদেরকে তাঁর অনেক মুমিন বান্দার ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন।’

[ সুরা আন-নামল, ২৭ : ১৫ ]

#ilmweb
10
‘সত্যবাদী আত্মা এবং মানুষের উত্তম দুয়া এমন সেনাবাহিনী, যা কখনোই পরাজিত হয় না।’ 
____
ইমাম ইবনু তাইমিয়াহ
[ মাজমুয়ুল ফাতাওয়া : ২৮/৬৪৪ ]
11👍2
প্রতিটি বিদআতই পথভ্রষ্টতা
— ইমাম ইবনু উসাইমিন (রাহিমাহুল্লাহ) || ilmweb Publishing

ইউটিউব : https://youtu.be/BmObEPcW5Y0
👍6😱1
‘হে ইমানদারগণ! তোমরা আল্লাহ ও রাসুলের সাথে বিশ্বাসঘাতকতা করো না এবং জেনেশুনে নিজেদের আমানতসমূহের খিয়ানত করো না।’

[ সুরা আল-আনফাল, ৮ : ২৭ ]

#ilmweb
11👍3
আমাদের 'মাবাদিয়ুল আকিদাতিল ইসলামিয়াহ' অর্থাৎ বুনিয়াদি আকিদাহ কোর্সটি আবারও আনতে যাচ্ছি, বি-ইযনিল্লাহ। এবারের বিশেষত্ব হচ্ছে লাইভ ভিডিয়ো দারস। আগামী মাসেই ভর্তি শুরু হবে, ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোর্সটি ভালোভাবে সম্পন্ন করার তাওফিক দিন এবং উপকারী হিসেবে কবুল করুন।

ইলমওয়েব স্কুলিং, ইলমওয়েব।

#ilmweb
🔥9👍4💯1
'একটি হাদিস পেয়েই খুশি হয়ে যাওয়া, সেটি নিয়েই চলতে থাকা, এর ওপরই ইসলামের মৌলিক বিষয়াবলির ভিত স্থাপন করা এবং সংশ্লিষ্ট হাদিসকে এ সংক্রান্ত শর্তযুক্ত হাদিসের সাথে শর্তযুক্ত না-করা হচ্ছে প্রবৃত্তিপূজারীদের নীতি।'
___
শাইখ আসিম আল-বারকাওয়ি
বই— ইরজা ও মুরজিয়া : সমকালীন প্রেক্ষিত

প্রকাশিতব্য, ইনশাআল্লাহ
প্রকাশনা বিভাগ, ইলমওয়েব

#ilmweb
🔥9👍4
‘আর যে আল্লাহ ও তাঁর রাসুলের অবাধ্য হবে এবং তাঁর সীমারেখা লঙ্ঘন করবে তিনি তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। সেখানে সে চিরকাল থাকবে। তার জন্য রয়েছে অপমানজনক আযাব।’

[ সুরা আন-নিসা, ৪ : ১৪ ]

#ilmweb
8👍1
ইসলামি ইতিহাসে যাঁরা বরিত হন, তাঁরা নিছক কথাবার্তা বা উত্তপ্ত বয়ানের জন্য হননি। ইতিহাস রচিত হয় কুরবানির মাধ্যমে, রক্তের মাধ্যমে, আপসহীন অবস্থার মাধ্যমে।

আল্লাহ ইমাম আবু হানিফাহর ওপর রহম করুন। পর পর দুজন খলিফার সময়েও কারাগারে থাকতে হয়েছে তাঁকে। ইতিহাসে এই ব্যক্তিত্বকে মুছে ফেলা যাবে না। আজ আবু হানিফা নেই, কিন্তু এই মানহাজ ও পথ অবশিষ্ট আছে। আপসহীনতার এই সিলসিলা কিয়ামাত পর্যন্তই বাকি থাকবে। মুমিনরা এভাবেই পূর্ববর্তীদের সাথে দ্বীনি ধারাবাহিকতায় সংযুক্ত। আল্লাহ আমাদের তাঁদের অন্তর্ভুক্ত করুন।

#ilmweb
11
বই— তাকফির : ভুল ও উগ্রতা
[ মুখতাসার আর-রিসালাতুস সালাসিনিয়াহ ফিত-তাহযির মিনাল গুলু ফিত-তাকফির ]
মূল— শাইখ আসিম আল-বারকাওয়ি


প্রকাশিতব্য, ইনশাআল্লাহ
প্রকাশনা বিভাগ, ইলমওয়েব

#ilmweb
8🔥4
‘আর তোমার রবের কিতাব থেকে তোমার নিকট যে ওহি পাঠানো হয়, তুমি তা তিলাওয়াত কর। তাঁর বাণীসমূহের কোন পরিবর্তনকারী নেই এবং তিনি ছাড়া কোনো আশ্রয়স্থল তুমি পাবে না।’

[ সুরা আল-কাহফ,  ১৮ : ২৭ ]

#ilmweb
11
'তাগূতকে অস্বীকার করা তাওহিদি কালিমার অঙ্গ এবং সমস্ত নবি-রাসুলের দাওয়াতের চাবিকাঠি।'
____
শাইখ আসিম আল-বারকাওয়ি
[ সূত্র : ইমতাউন নাযর ]
👍132
বিশুদ্ধ আকিদাহ-বিশ্বাসের অনুশীলন ছাড়া আখিরাতে যেমন পার পাওয়া যাবে না, ঠিক তেমনি দুনিয়ার জীবনেও ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হবে। মূলত মানবজীবনের যাবতীয় জীবানাচার তার আকিদাহ-বিশ্বাসেরই প্রতিফলন। মানুষ যে আদর্শ ধারণ করে, তার বাস্তবায়ন তার আচার-আচরণে প্রকাশ পায়। তাই, ইসলাম শুরুতেই মানুষের বিশ্বাসের পরিশুদ্ধির প্রতি খুব গুরুত্ব দিয়েছে। চিন্তাগত ও আত্মিক পরিবর্তনের মাঝ দিয়েই পরিশুদ্ধ সমাজব্যবস্থা আশা করা যেতে পারে।

ইসলামি আকিদাহ সহজ-সরল ও প্রাঞ্জল। সবার কাছেই বোধগম্য। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর এই স্বচ্ছ আকিদাহ প্রতিরক্ষাকল্পে যুগে যুগে উলামা কিরাম কলম ধরেছেন, বইপত্র লিখে গেছেন। শাইখ আসিম আল-বারকাওয়ি রচিত ‘هذه عقيدتنا’ বইটি সংক্ষিপ্ত হওয়া সত্ত্বেও এতে সমকালীন বিভিন্ন বিষয় স্থান পেয়েছে। আকিদাহ-বিষয়ক প্রাচীন বইয়ের সাথে এ এক উত্তম যোগসূত্র। 'আত-তহাবিয়াহ', 'আল-ওয়াসিতিয়াহ'র পর এর নামও নেয়া যেতে পারে।
👍9
মূল আরবি থেকে প্রথমবার অনূদিত হবার পর পুরো বইয়ের অনুবাদ যাচাই বা নিরীক্ষণ করা হয় আবারও। বোধগম্যতার সুবিধার্থে বিভিন্ন শিরোনামও সংযোজন করা হয়েছে। আমাদের পক্ষ থেকে যথাযথ নির্ভুল রাখার চেষ্টা করা হয়েছে। আশা করি বইটি পড়ে পাঠক উপকৃত হবেন। দুআ করি, আল্লাহ যেন এ বইকে কবুল করেন। পরিশুদ্ধ আকিদাহগঠনে বাংলাভাষী মুসলিমদের জন্য এ বই যেন উত্তম নির্দেশিকা হয়ে যায়।

মুখবন্ধ | আমাদের আকিদাহ
প্রকাশনা বিভাগ, ইলমওয়েব 
২২ সেপ্টেম্বর, ২০২৪
👍6
ইসলামি বইমেলা ২০২৪ চলছে, আজ মেলার ৩য় দিন। প্রকাশনা বিভাগ, ইলমওয়েবের সকল বই পাওয়া যাচ্ছে পেনফিল্ড পাবলিকেশনের স্টলে, স্টল নং— ২৯। এ ছাড়াও ওয়াফিলাইফ এবং রকমারিতেও পাওয়া যাবে।

স্থান : বাইতুল মুকাররম পূর্ব গেইট।

#ilmweb
4