মানুষ পরিবর্তন হয়, বিশ্বাসও পরিবর্তন করে। আর কীভাবে সংবাদ, পরিস্থিতি আর সরকার পরিবর্তনের সাথে সাথে মানুষও পরিবর্তন হয়! আল্লাহর ইচ্ছা ও আমাদের পরিবারের ওপর তাঁর রহমত যে, আমি যে মানহাজের ওপর আছি, ছোট থাকতেই বাবা আমাকে এই মানহাজের শিক্ষা দিয়েছিলেন। আল্লাহর শপথ, আমি বিন্দুমাত্রও পরিবর্তন করিনি।
____
শাইখ আহমাদ মুসা জিবরিল
বই : আলোর মিছিল
প্রকাশিতব্য, ইনশাআল্লাহ
প্রকাশনা বিভাগ, ইলমওয়েব
#ilmweb
____
শাইখ আহমাদ মুসা জিবরিল
বই : আলোর মিছিল
প্রকাশিতব্য, ইনশাআল্লাহ
প্রকাশনা বিভাগ, ইলমওয়েব
#ilmweb
❤17👍2😁1
উলামায়ে কিরামের সান্নিধ্যে
-- শাইখ আসিম আল-বারকাওয়ি (হাফিযাহুল্লাহ) || ilmweb Publishing
ইউটিউব : https://www.youtube.com/watch?v=BeKeTL6-edM&t=4s
-- শাইখ আসিম আল-বারকাওয়ি (হাফিযাহুল্লাহ) || ilmweb Publishing
ইউটিউব : https://www.youtube.com/watch?v=BeKeTL6-edM&t=4s
❤7
~ সাময়িক পোস্ট ~
প্রকাশনা বিভাগ, ইলমওয়েব থেকে প্রকাশিতব্য দুটো বইয়ের জন্য প্রচ্ছদ ডিজাইনার আবশ্যক। যাদের এ বিষয়ে অভিজ্ঞতা রয়েছে এবং বাংলা টাইপো পারেন, যোগাযোগ করুন।
যোগাযোগ : ফেইসবুক পেইজ ইনবক্স
প্রকাশনা বিভাগ, ইলমওয়েব থেকে প্রকাশিতব্য দুটো বইয়ের জন্য প্রচ্ছদ ডিজাইনার আবশ্যক। যাদের এ বিষয়ে অভিজ্ঞতা রয়েছে এবং বাংলা টাইপো পারেন, যোগাযোগ করুন।
যোগাযোগ : ফেইসবুক পেইজ ইনবক্স
শিরকের ভয়াবহতা
- আল্লাহ শিরক ক্ষমা করবেন না।
- মূল্যহীন সৃষ্টিকে আল্লাহর পাশাপাশি মর্যাদা দেয়া হয়। এটা যুলমের চূড়ান্ত পর্যায়। আল্লাহ বলেন,
إِنَّ ٱلشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ
‘নিশ্চয়ই শিরক মহাযুলম।’ [সুরা লুকমান, ৩১ : ১৩]
- শিরক সৃষ্টির উদ্দেশ্যবিরোধী। সৃষ্টির উদ্দেশ্যই এক আল্লাহর ইবাদত করা।
- উম্মাহর মাঝে শিরকের ব্যাপকতা লাভ করা মানেই উম্মাহ ধ্বংসপ্রাপ্ত। কীভাবে? যেদিন দুনিয়াতে ‘আল্লাহ, আল্লাহ’ বলা লোক থাকবে না, সেদিন কিয়ামত আসবে। তাওহিদ নেই, তো এ পৃথিবী বাকি থাকার কোনো কারণও আর নেই।
- শিরক আল্লাহর প্রতি কুধারণা। এর মাধ্যমে বান্দা আল্লাহর অবমাননা করছে।
____
শাইখ আহমাদ মুসা জিবরিল
বই : আকিদাহর মূলনীতি
প্রকাশনা বিভাগ, ইলমওয়েব
#ilmweb
- আল্লাহ শিরক ক্ষমা করবেন না।
- মূল্যহীন সৃষ্টিকে আল্লাহর পাশাপাশি মর্যাদা দেয়া হয়। এটা যুলমের চূড়ান্ত পর্যায়। আল্লাহ বলেন,
إِنَّ ٱلشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ
‘নিশ্চয়ই শিরক মহাযুলম।’ [সুরা লুকমান, ৩১ : ১৩]
- শিরক সৃষ্টির উদ্দেশ্যবিরোধী। সৃষ্টির উদ্দেশ্যই এক আল্লাহর ইবাদত করা।
- উম্মাহর মাঝে শিরকের ব্যাপকতা লাভ করা মানেই উম্মাহ ধ্বংসপ্রাপ্ত। কীভাবে? যেদিন দুনিয়াতে ‘আল্লাহ, আল্লাহ’ বলা লোক থাকবে না, সেদিন কিয়ামত আসবে। তাওহিদ নেই, তো এ পৃথিবী বাকি থাকার কোনো কারণও আর নেই।
- শিরক আল্লাহর প্রতি কুধারণা। এর মাধ্যমে বান্দা আল্লাহর অবমাননা করছে।
____
শাইখ আহমাদ মুসা জিবরিল
বই : আকিদাহর মূলনীতি
প্রকাশনা বিভাগ, ইলমওয়েব
#ilmweb
👍7
তাওহিদ-আকিদাহ এক অমোঘ সূত্র। আম্বিয়া আলাইহিমুস সালামের মূল মিশন ছিল এই তাওহিদ। যে বা যারা তাওহিদ-আকিদাহ, কফুর-শিরক, সুন্নাত-বিদআত ইত্যাদি মৌলিক বিষয়কে গৌণজ্ঞান করে রাষ্ট্র বা রাজনীতিকেন্দ্রিক বিষয় মুখ্যজ্ঞান করে,একেই দাওয়াতের বিষয় বস্তু নির্ধারণ করে, সেটাকেই ঐক্যের কেন্দ্রবিন্দু বা মাপকাঠি করে,তারা নিজেরা বিচ্যুত হবে বটেই আরও দশজনকেও বিচ্যুত করবে। এ ধরনের দাওয়াত বা মেজাজ নবিদের দাওয়াতি মেজাজ বা মানহাজ-বিরোধী। যুগ যুগ ধরে চলে আসা উলামা কিরামের পরিপালিত দ্বীনের বুঝ-বিরোধী। আল্লাহ দ্বীনের যে চিত্র কুরআনে দিয়েছেন, তা নবিদের ইতিহাসে সুস্পষ্ট। আল্লাহ আমাদের হিফাযাত করুন।
#ilmweb
#ilmweb
❤11👍2