ilmweb
3.08K subscribers
504 photos
38 videos
199 links
A knowledge-centrum based on the cognition and methodology of the Pious predecessors.

Web: www.ilmweb.net
Facebook: www.facebook.com/ilmweb
Twitter: www.twitter.com/ilmweb
Instagram: www.instagram.com/ilmweb
Youtube: www.youtube.com/ilmweb
Download Telegram
মানুষ পরিবর্তন হয়, বিশ্বাসও পরিবর্তন করে। আর কীভাবে সংবাদ, পরিস্থিতি আর সরকার পরিবর্তনের সাথে সাথে মানুষও পরিবর্তন হয়! আল্লাহর ইচ্ছা ও আমাদের পরিবারের ওপর তাঁর রহমত যে, আমি যে মানহাজের ওপর আছি, ছোট থাকতেই বাবা আমাকে এই মানহাজের শিক্ষা দিয়েছিলেন। আল্লাহর শপথ, আমি বিন্দুমাত্রও পরিবর্তন করিনি।

____
শাইখ আহমাদ মুসা জিবরিল

বই : আলোর মিছিল
প্রকাশিতব্য, ইনশাআল্লাহ
প্রকাশনা বিভাগ, ইলমওয়েব

#ilmweb
17👍2😁1
‘আমি কেন সেই মহান সত্তার ইবাদত করব না, যিনি আমাকে সৃষ্টি করেছেন? আর তোমাদেরকেও তো তাঁর কাছেই ফিরে যেতে হবে।’

[ সুরা ইয়াসিন, ৩৬ : ২২ ]

#ilmweb
18
উলামায়ে কিরামের সান্নিধ্যে
-- শাইখ আসিম আল-বারকাওয়ি (হাফিযাহুল্লাহ) || ilmweb Publishing

ইউটিউব : https://www.youtube.com/watch?v=BeKeTL6-edM&t=4s
7
‘অবশ্যই আমি দাউদ ও সুলাইমানকে জ্ঞান দিয়েছিলাম। তারা বলেছিল, সকল প্রশংসা সেই মহান আল্লাহর যিনি আমাদেরকে তাঁর অনেক মুমিন বান্দার ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন।’

[ সুরা আল-নামল, ২৭ : ১৫ ]

#ilmweb
13👍1
~ সাময়িক পোস্ট ~

প্রকাশনা বিভাগ, ইলমওয়েব থেকে প্রকাশিতব্য দুটো বইয়ের জন্য প্রচ্ছদ ডিজাইনার আবশ্যক। যাদের এ বিষয়ে অভিজ্ঞতা রয়েছে এবং বাংলা টাইপো পারেন, যোগাযোগ করুন।

যোগাযোগ : ফেইসবুক পেইজ ইনবক্স
‘যে কবরের ইলম চায় তার উচিত হাদিসের অনুসরণ করা। আর যে রুটির জ্ঞান চায় তার জন্য রয়েছে রায়।’
____
ইমাম আহমাদ ইবনু শাবাওয়াইহ
[ ইমাম যাহাবি, সিয়ারু আলামিন নুবালা : ৯/৮১, তাহযিবুল কামাল : ১/৪৩৫ ]

#ilmweb
12👍2
‘আল্লাহ যার জন্য চান জীবিকা বাড়িয়ে দেন এবং (যার জন্য চান তা) সংকুচিত করেন। তারা পার্থিব জীবন নিয়ে আনন্দ করে, অথচ এই পার্থিব জীবন পরকালের তুলনায় ক্ষণিকের ভোগমাত্র।’

[ সুরা আর-রাদ, ১৩ : ২৬ ]

#ilmweb
👍104
Media is too big
VIEW IN TELEGRAM
[সুরা আলি-ইমরান, ০৩ : ১৪-১৫] || ilmweb Publishing
3❤‍🔥2
‘যার ওপর আযাবের হুকুম ধার্য হয়ে গেছে তুমি কি সেই জাহান্নামীকে রক্ষা করতে পারবে?’

[ সুরা আয-যুমার,  ৩৯ : ১৯ ]

#ilmweb
😢17👍1
তাঁর (নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আনুগত্য করো, আকল হৃদয়াঙ্গম করুক বা না-করুক।’
____
ইমাম ইবনু তাইমিয়াহ
[ মাজমুয়ুল ফাতাওয়া, খণ্ড : ৩, পৃষ্ঠা : ২৪৫ ]
👍114
'জেনে রাখো, আল্লাহর প্রিয় বান্দাদের কোনো ভয় নেই আর তারা দুঃখিতও হবে না।'
[ সুরা ইউনুস, ১০ : ৬২ ]

#ilmweb
13👍1
‘গুনাহের শাস্তি হিসেবে এই যথেষ্ট, তা তোমাকে ইচ্ছা সত্ত্বেও আল্লাহর ইবাদত থেকে ফিরিয়ে রাখে।’
____
ইমাম ইবনুল কাইয়িম 
[ আদ-দা ওয়াদ-দাওয়া, পৃষ্ঠা : ৮৭ ]

#ilmweb
😢105❤‍🔥1👍1
আমাকে চিন্তাগত দিকনির্দেশনা দিয়েছেন সাইয়িদ কুতুব, আকিদাহগত ইবনু তাইমিয়াহ, রুহানিয়াত (আত্মিক শক্তি) ইবনুল কাইয়িম এবং ফিকহে নাওয়াবি। এই চারজন আমার জীবনে গভীর প্রভাব ফেলেছেন।
___
শাইখ ড. আবদুল্লাহ আযযাম
[ শুয়ুখুশ শাইখ আবদুল্লাহ আযযাম, পৃষ্ঠা : ৪৭ ]

#ilmweb
15👍2🔥2
‘যারা অপকর্ম করে তারা কি মনে করে যে, আমি তাদেরকে ইমানদার ও সৎকর্মশীলদের মত গণ্য করব? তাদের (সবার) জীবন ও মৃত্যু কি সমান? তাদের বিচার কত খারাপ ( ও অযৌক্তিক)!

[ সুরা আল-জাসিয়াহ,  ৪৫ : ২১ ]

#ilmweb
8👍2😢2
শিরকের ভয়াবহতা

- আল্লাহ শিরক ক্ষমা করবেন না।

- মূল্যহীন সৃষ্টিকে আল্লাহর পাশাপাশি মর্যাদা দেয়া হয়। এটা যুলমের চূড়ান্ত পর্যায়। আল্লাহ বলেন,

إِنَّ ٱلشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ
‘নিশ্চয়ই শিরক মহাযুলম।’ [সুরা লুকমান, ৩১ : ১৩]

- শিরক সৃষ্টির উদ্দেশ্যবিরোধী। সৃষ্টির উদ্দেশ্যই এক আল্লাহর ইবাদত করা।

- উম্মাহর মাঝে শিরকের ব্যাপকতা লাভ করা মানেই উম্মাহ ধ্বংসপ্রাপ্ত। কীভাবে? যেদিন দুনিয়াতে ‘আল্লাহ, আল্লাহ’ বলা লোক থাকবে না, সেদিন কিয়ামত আসবে। তাওহিদ নেই, তো এ পৃথিবী বাকি থাকার কোনো কারণও আর নেই।

- শিরক আল্লাহর প্রতি কুধারণা। এর মাধ্যমে বান্দা আল্লাহর অবমাননা করছে।

____
শাইখ আহমাদ মুসা জিবরিল
বই : আকিদাহর মূলনীতি
প্রকাশনা বিভাগ, ইলমওয়েব

#ilmweb
👍7
‘আমি কত জনপদ ধ্বংস করে দিয়েছি, যারা যালিম ছিল এবং তাদের পরে অন্য জনগোষ্ঠী সৃষ্টি করেছি।’

[ সুরা আল-আম্বিয়া,  ২১ : ১১ ]

#ilmweb
6👍1
‘শাইখুল ইসলাম (ইবনু তাইমিয়াহ) মানুষের প্রয়োজন পূরণে অত্যন্ত আন্তরিকতার সাথে ছুটে যেতেন। তিনি জানতেন তিনি যদি কারও সাহায্য করেন, আল্লাহও তাকে সাহায্য করবেন।’
___
ইমাম ইবনুল কাইয়িম
[ রওযাতুল মুহিব্বিন : ১/১৬৮ ]

#ilmweb
15👍2
‘আর আমি যদি মানুষকে আমার অনুগ্রহের স্বাদ গ্রহণ করাই এবং পরে তা প্রত্যাহার করে নেই তাহলে নিশ্চয়ই সে ভীষণ হতাশ ও অকৃতজ্ঞ হয়।’

[ সুরা হুদ, ১১ : ৯ ]

#ilmweb
10👍1
তাওহিদ-আকিদাহ এক অমোঘ সূত্র। আম্বিয়া আলাইহিমুস সালামের মূল মিশন ছিল এই তাওহিদ। যে বা যারা তাওহিদ-আকিদাহ, কফুর-শিরক, সুন্নাত-বিদআত ইত্যাদি মৌলিক বিষয়কে গৌণজ্ঞান করে রাষ্ট্র বা রাজনীতিকেন্দ্রিক বিষয় মুখ্যজ্ঞান করে,একেই দাওয়াতের বিষয় বস্তু নির্ধারণ করে, সেটাকেই ঐক্যের কেন্দ্রবিন্দু বা মাপকাঠি করে,তারা নিজেরা বিচ্যুত হবে বটেই আরও দশজনকেও বিচ্যুত করবে। এ ধরনের দাওয়াত বা মেজাজ নবিদের দাওয়াতি মেজাজ বা মানহাজ-বিরোধী। যুগ যুগ ধরে চলে আসা উলামা কিরামের পরিপালিত দ্বীনের বুঝ-বিরোধী। আল্লাহ দ্বীনের যে চিত্র কুরআনে দিয়েছেন, তা নবিদের ইতিহাসে সুস্পষ্ট। আল্লাহ আমাদের হিফাযাত করুন।

#ilmweb
11👍2
‘নিশ্চয়ই এই কুরআন এমন একটি পথ দেখায় যা সবচেয়ে সরল এবং মুমিনগণ নেক আমল করে তাদেরকে সুসংবাদ দেয় যে, তাদের জন্য রয়েছে মহাপুরস্কার।’

[ সুরা আল-ইসরা, ১৭ : ৯ ]

#ilmweb
11👍2