ilmweb
3.07K subscribers
492 photos
37 videos
198 links
A knowledge-centrum based on the cognition and methodology of the Pious predecessors.

Web: www.ilmweb.net
Facebook: www.facebook.com/ilmweb
Twitter: www.twitter.com/ilmweb
Instagram: www.instagram.com/ilmweb
Youtube: www.youtube.com/ilmweb
Download Telegram
‘তুমি দৃঢ় চিত্তে তাদের সাথে অবস্থান করো যারা সকাল-সন্ধ্যা তাদের রবকে ডাকে তাঁর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। এবং দুনিয়ার জীবনের শোভা ও চাকচিক্য কামনায় তুমি তাদের থেকে তোমার দৃষ্টি ফিরিয়ে নিও না।’

[ সুরা আল-কাহফ, ১৮ : ২৮ ]

#ilmweb
February 16, 2024
‘নিশ্চয়ই যারা কুফরি করে তাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি আল্লাহর সামনে তাদের কোনো উপকারে আসবে না।’

[ সুরা আলি ইমরান, ৩ : ১১৬ ]

#ilmweb
February 17, 2024
‘যারা ইমান আনে ও সৎকাজ করে তাদের জন্য রয়েছে নিয়ামতপূর্ণ জান্নাত।’

[ সুরা লুকমান, ৩১ : ৮ ]

#ilmweb
February 18, 2024
‘আল্লাহর নিদর্শন সম্পর্কে শুধু কাফিররাই বিতর্ক করে। সুতরাং জনপদসমূহে তাদের অবাধ বিচরণ যেন তোমাকে বিভ্রান্ত না করে।’

[ সুরা গাফির, ৪০ : ৪ ]

#ilmweb
February 19, 2024
আবু হুরাইরা (রাদিয়াল্লহু আনহু) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন :

‘তোমাদের কোনো ব্যক্তি হারানো পশু পাওয়ার কারণে যে পরিমাণ খুশি হয়, তোমাদের কারোর তাওবার কারণে আল্লাহ তাআলা এর চেয়েও অধিক খুশি হন।’

——
[ সূত্র : সহিহ মুসলিম, হাদিস নং : ৬৭০১ ]

#ilmweb
February 19, 2024
‘হে মানুষ! তোমরা তোমাদের রবকে ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের কম্পন এক ভয়ানক ব্যাপার।’

[ সুরা আল-হাজ, ২২ : ১ ]

#ilmweb
February 20, 2024
‘আল্লাহর হুকুম ছাড়া (কারো) কোনো বিপদ আসে না। যে আল্লাহকে বিশ্বাস করে তিনি তার অন্তরকে সঠিক দিক-নির্দেশনা দেন।’

[ সুরা আত-তাগাবুন, ৬৪ : ১১ ]

#ilmweb
February 21, 2024
February 22, 2024
‘ও রব, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন, আখিরাতেও কল্যাণ দিন। আর জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন।’

[ সুরা আল-বাকারাহ, ২ : ২০১ ]

#ilmweb
February 22, 2024
‘পৃথিবীর সবকিছু আমি তার শোভায় পরিণত করেছি, যাতে লোকদেরকে পরীক্ষা করতে পারি, কে তাদের মধ্যে কাজে উত্তম।’

[ সুরা আল-কাহফ, ১৮ : ৭ ]

#ilmweb
February 23, 2024
‘মুত্তাকিরা থাকবে জান্নাতে ও ঝরনাসমূহের মাঝে।’

[ সুরা আল-হিজর, ১৫ : ৪৫ ]

#ilmweb
February 24, 2024
ilmweb
বিস্তারিত : https://www.facebook.com/share/p/w1qpKxJTjmncj5Ga/?mibextid=oFDknk
February 24, 2024
‘যে চুক্তির মাধ্যমে উপার্জন হবে, তাতে চারটি শর্ত থাকা চাই—শুদ্ধতা (আস-সিহহা), ইনসাফ (আল-আদল), দয়াশীলতা (আল-ইহসান) ও দ্বীনের প্রতি আন্তরিকতা (আশ-শাফাকাহ আলাদ দ্বীন) থাকতে হবে।’

——
ইমাম ইবনু কুদামাহ আল-মাকদিসি
[ সূত্র : চরিত্রশুদ্ধি, ইলমওয়েব পাবলিশিং ]

#ilmweb
February 24, 2024
‘তাহলে মানুষ কি স্মরণ করে না যে, ইতিপূর্বে যখন আমি তাকে সৃষ্টি করেছিলাম তখন সে কিছুই ছিল না?’

[ সুরা মারিয়াম, ১৯ : ৬৭ ]

#ilmweb
February 25, 2024
'রাহমান'-এর বান্দা তারাই, যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং তাদের যখন অজ্ঞ ব্যক্তিরা সম্বোধন করে, তখন তারা বলে,  'সালাম'।

[ সুরা আল-ফুরকান, ২৫ : ৬৩ ]

#ilmweb
February 26, 2024
আকিদাহই একমাত্র মজবুত ভিত, যার ওপর দ্বীনের সব শাখাগত বিষয় নির্ভর করে। এই ভিতের উপস্থিতি ছাড়া বড় বড় বিনির্মাণও ব্যর্থ হতে বাধ্য। তাই বলা যায়, দ্বীনের শাখাগত বিষয়াবলির ব্যাখ্যা-বিশ্লেষণের চেষ্টা মূলত বেশি গুরুত্বপূর্ণ বিষয় ছেড়ে কম গুরুত্বপূর্ণ বিষয়ে মত্ত হবার নামান্তর। আর এসবের পেছনে পড়লে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল লাভ করতে পারব না। অতএব, মানবহৃদয়ের জন্য এই দ্বীনকে উপযোগী করে তুলতে আল্লাহপ্রদত্ত মানহাজের (পথ–পদ্ধতি) অনুগামী হতে হবে। প্রথমত মানুষের হৃদয়ে বিশুদ্ধ আকিদাহ গেঁথে দিয়ে, দ্বিতীয়ত প্রতিটি মানুষকে শরিয়াহর যাবতীয় আদেশ মানার প্রতি উৎসাহিত করার মাধ্যমে এটি সম্ভব হবে। কারণ তারবিয়াতের (শিক্ষণ–প্রশিক্ষণ) ক্ষেত্রে আল্লাহপ্রদত্ত মানহাজ অনুসরণ করা স্বয়ং আকিদাহরই অংশ।

____

ড. আবদুল্লাহ আযযাম (রাহিমাহুল্লাহ)
বই : আকিদাহর পরিশুদ্ধি
[ ইলমওয়েব পাবলিশিং ]
.
.
বইটি সংগ্রহ করতে যোগাযোগ করুন আমাদের পরিবেশক Jajeera.com –এর ফেইসবুক পেইজে। অথবা আপনার পছন্দের অনলাইন কিংবা অফলাইন শপে।
February 26, 2024
‘হে আদম সন্তান! আমি কি তোমাদের নির্দেশ দেইনি যে, তোমরা শয়তানের ইবাদত করো না, কারণ সে তোমাদের প্রকাশ্য শত্রু?’

[ সুরা ইয়াসিন, ৩৬ : ৬০ ]

#ilmweb
February 27, 2024
‘যারা আল্লাহ ও তাঁর রাসুলের বিরোধিতা করে তারা চরম লাঞ্ছিতদের দলভুক্ত।’

[ সুরা আল-মুজাদিলা, ৫৮ : ২০ ]

#ilmweb
February 28, 2024
‘প্রত্যেক প্রাণীই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আর কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের কর্মফল পুরোপুরি দেওয়া হবে।’

[ সুরা আলি ইমরান, ৩ : ১৮৫ ]

#ilmweb
February 29, 2024
‘ধন-সম্পদ ও সন্তান-সন্ততি হল পার্থিব জীবনের অস্থায়ী জৌলুস। পক্ষান্তরে, স্থায়ী সৎকর্মসমূহ তোমার রবের কাছে পুরস্কার হিসেবেও সেরা এবং আশার বস্তু হিসেবেও সেরা।’

[ সুরা আল-কাহফ, ১৮ : ৪৬ ]

#ilmweb
March 1, 2024