শাহী বাঙ্গালাহ Shahibangalah
112 subscribers
66 photos
14 videos
2 files
82 links
আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল -
www.youtube.com/@shahibangalah
আমাদের অফিসিয়াল ওয়েবসাইট -
https://www.shahibangalah.xyz
Download Telegram
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
নামাজরত অবস্থায় ইমামকে হিন্দু যুবকের হুমকি। ইমাম সাহেবের কলার ধরে এই উগ্র হিন্দু জংগী বলে যে বিজয় তোদের হবেনা, আমাদের হবে।আমরা যদি এখনো আগ্রাসী শত্রুর থেকে উদাসীন থাকি তাহলে খুব শীঘ্রই হিন্দুত্ববাদের তলোয়ার আমাদের ঘার স্পর্শ করবে কিন্তু আমরা ঘুমিয়েই থাকবো।তাই যার যার সাধ্য অনুযায়ী আগ্রাসী শত্রুর বিরুদ্ধে নিজের মাতৃভূমি রক্ষার প্রস্তুতি নেওয়া এখন সময়ের দাবী।সবচাইতে লক্ষনীয় বিষয় হলো উক্ত বিষয় কোন মেইনস্ট্রিম মিডিয়ায় আসেনি। কেন জানি ইচ্ছাকরেই ধামাচাপা দেওয়ার চেষ্টা যেন কেউ না জানে।অথচ যদি কোন মুসলিম হিন্দুদের পূজা চলাকালীন সময়ে আল্লাহু আকবার স্লোগান দিয়ে পুরোহিতের ধারে কাছেও যাওয়ার চেষ্টা করতো তাহলে আজ মিডিয়া পাড়ায় হৈচৈ পড়ে যেত। তথাকথিত বুদ্ধিজীবীরা জংগীবাদের গন্ধ খুজে পেতো। আসলে এই দেশে প্রকৃত সংখ্যালঘু কারা তা নিজেদের ভেবে দেখা উচিৎ। মনে রাখতে হবে ক্ষমতা ও অধিকার কেউ কাউকে দিয়ে দেয়না ছিনিয়ে নিতে হয়।আর ইনসাফ আপনা আপনি প্রতিষ্ঠিত হয়না,প্রতিষ্ঠা করতে হয়।
News collected from Smtv Facebook page.
News link- https://www.facebook.com/share/v/vjp3PqQ8UbQmzHFC/?mibextid=oFDknk
টেলিগ্রাম:t.me/voiceofshahibangal
হিন্দুত্ববাদের দৌড়াত্ব......
আপনি আরও ঘুমান...
আমাদের ডাকে ঘুম ভাঙছেনা তো কি হয়েছে তাদের ডাকে ঠিকই ভাঙবে.....
আন্তর্জাতিক বিশ্ব
ফিলিস্তিন সংবাদ
গাজা উপত্যকার দক্ষিণে রাফাতে ইসরায়েলি দখলদার বিমানের বোমাবর্ষণে ৪ শিশু শহীদ হয়েছে 🇵🇸
#filistin #pelestine #israel
টেলিগ্রাম: t.me/voiceofshahibangal
আন্তর্জাতিক বিশ্ব
৬০০ জন আইনজীবী, শিক্ষাবিদ এবং অবসরপ্রাপ্ত সিনিয়র বিচারপতি, যার মধ্যে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি, প্রাক্তন আপিল বিচারক এবং ৬০ জনেরও বেশি কেসি, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠিতে স্বাক্ষর করেছেন যাতে সতর্ক করে যে ইউকে সরকার ইসরায়েলকে অস্ত্র দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।
টেলিগ্রাম:t.me/voiceofshahibangal
বাংলার প্রকৃত মানচিত্র যতদিন পুনরায় ইসলামের ছায়াতলে না আসবে ততোদিন এই ভূমির মুসলমানদের উপর জিহাদ ফরজে আইন হয়ে থাকবে।অন্যান্য ভূখণ্ডের মুসলমানদের সাহায্য করার কথা যদি বাদ দেই তারপরও। যদিও অন্য ভূখণ্ডের মুসলমানদের সাহায্যে জিহাদ করাও ফরজে আইন কারণ আমরা মুসলমানদের কোন ভৌগলিক সীমারেখা নেই। আল্লাহ তা'আলা বলেন

সূরা আনফাল-৩৯
وَقٰتِلُوهُمْ حَتّٰى لَا تَكُونَ فِتْنَةٌ وَيَكُونَ الدِّينُ كُلُّهُۥ لِلَّهِ ۚ فَإِنِ انتَهَوْا فَإِنَّ اللَّهَ بِمَا يَعْمَلُونَ بَصِيرٌ

অর্থঃ আর তাদের সাথে যুদ্ধ করতে থাক যতক্ষণ না ভ্রান্তি শেষ হয়ে যায়; এবং আল্লাহর সমস্ত হুকুম প্রতিষ্ঠিত হয়ে যায়। তারপর যদি তারা বিরত হয়ে যায়, তবে আল্লাহ তাদের কার্যকলাপ লক্ষ্য করেন।
বর্তমানের সবচাইতে বড় ভ্রান্তি হচ্ছে গণতন্ত্র।
টেলিগ্রাম:t.me/voiceofshahibangal
মুসলিম বাংলার ইতিহাসে তিতুমীর রাহ. এর নাম একটি উজ্জ্বল নক্ষত্র। কিন্তু বড় দুঃখের বিষয় আমাদের সামনে মুজাহিদ সিপাহসালার তিতুমীরকে সেকুলার তিতুমীর হিসেবে উপস্থাপন করা হয়।
টেলিগ্রাম:t.me/voiceofshahibangal
https://t.me/voiceofshahibangal/13
দাদাবাবুদের দেশ বলে কথা....
এরাই নাকি শিক্ষা দিবে নীতি নৈতিকতা....
সবাইকে তারা পড়ে শোনায় রাম লক্ষ্মণ সীতা...
গুইসাপ দেখেই তারা ভুলে যায় সে কথা..৷
যাদের কাছে একটা গুইসাপএর ইজ্জতের নিরাপত্তা নেই তাদের কাছে মুসলিম নারীদের ইজ্জতের নিরাপত্তা কীভাবে থাকবে।
কাশ্মির, আসাম,উত্তরপ্রদেশ সহ সকল দখলকৃত ভূমিতে মুসলিম নারীদের ইজ্জত রক্ষায় আমাদেরকেই এগিয়ে যেতে হবে।
মনে রাখা দরকার আমরা মোহাম্মদ বিন কাসিম এর উত্তরসূরী।
টেলিগ্রাম: t.me/voiceofshahibangal
হিন্দুত্ববাদকে রুখতে গিয়ে আমরা যেন খ্রিস্টবাদকে ভুলে না যাই।দুর্গম অঞ্চলে মিশনারী কার্যক্রম, এনজিও দ্বারা ব্রেইনওয়াশ, পার্বত্য চট্টগ্রাম ও আশেপাশের অঞ্চল নিয়ে দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী খ্রিষ্টিয় রাস্ট্র কায়েমের স্বপ্ন বহু আগে থেকেই। তাইতো হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ,সন্তু লার্মার জেএসএস এর সমান্তরালে খ্রিস্টবাদী ভাবধারার সংগঠন কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট/আর্মি গড়ে তুলা হয়েছে।পার্বত্য চট্টগ্রামে এই দুই গ্রুপ অর্থাৎ হিন্দুত্ববাদী ও খ্রিস্টবাদী সংগঠন দুটি একে অপরের সাথে প্রায়শই লড়াইয়ে জড়িয়ে পড়ে।এতে আমাদের কোন সমস্যা নেই কিন্তু যখনই তারা আমাদের মুসলিমদের উপর আঘাত হানবে তখন আমাদের ঈমানের দাবী হলো আগ্রাসী শত্রুর মোকাবিলা করা। কুকি চীন কর্তৃক মুসল্লীদের উপর হামলার ঘটনা মনে করিয়ে দেয় আমাদেরকে দুই শত্রুর মোকাবিলা একসাথে করতে হবে।প্রস্তুত হতে হবে জিহাদের। তামান্না শাহাদাতের।
টেলিগ্রাম:t.me/voiceofshahibangal
News link: https://youtu.be/cXWhHa9NiLg?si=wVx3yww6kLCtFDPh
সময়টা সেলজুক সালতানাতের শুরুর দিকে। সুলতান আল্প আরসালান তখনও সিংহাসনে আরোহন করেননি।তখন তিনি ছিলেন সেলজুক সেনাপ্রধান।তার চাচা তখন সিংহাসনে। এমতাবস্থায় একদিন তার কাছে খবর পৌছালো সীমান্তে নামাজরত মুসলমানদেরকে উগ্র খ্রিস্টানরা হত্যা করেছে। তিনি তার গুটিকয়েক সাথীদেরকে নিয়ে বেরিয়ে পড়েছিলেন এবং বাইজেন্টাইন জেনারেলকে বন্দী করতে সক্ষম হয়েছিলেন। হে বাঙলার মুসলমান তোমরা কী আল্প আরসালান এর রুহানি সন্তান নও? তোমরা কী সেই একই কুরআনকে মানোনা যা তোমাকে পূর্ববর্তীরা মেনেছিলো? তাহলে আজ খ্রীস্টিয় সন্ত্রাসী কুকি চীন এর সদস্যরা মসজিদে আক্রমণ চালালো এর আগে নওমুসলিম ওমর ফারুক হত্যাকাণ্ড তোমাদের ঈমানকে জাগ্রত করেনা কেন?কী ভাবছেন তারা তুর্কী আমাদের চাইতে শারীরিক শক্তি বেশি? তাহলে বাঙলার ঘটনা শুনুন।বাংলায় যখন মগ ও পর্তুগীজ জলদস্যুদের লুটতরাজ বেড়ে গিয়েছিলো বিশেষ করে চট্টগ্রামে তখন শায়েস্তা খাঁন তাদেরকে সমূলে বিনাশ করেছিলো।করেছিলো মুসলমানদের জান,মাল ও ইজ্জতের হেফাজত।তারাও আল্লাহর সামনে দাঁড়াবে আর আমরাও দাড়াবো কিন্তু আমরা কী আর তাদের মতো মাথা উঁচু করে রবকে বলতে পারবো হে আল্লাহ জীবনে কিছুই হয়তো করতে পারিনি কিন্তু মুসলমান জুলুমের শিকার হয়েছে আর আমরা হাত গুটিয়ে বসে ছিলাম এমনটা কখনো হয়নি।সেদিন যেমন তোমার ইবাদাতকারীদেরকে তোমার শত্রুর থেকে রক্ষা করতে সব ত্যাগ করেছি আজ তুমিও আমায় জাহান্নাম থেকে উদ্ধার করতে গুনাহ গুলো ক্ষমা করো।রাসূল সা. এর সামনে কী এই কথা বলতে পারবো যে, ইয়া রাসুলুল্লাহ সাঃ আপনার পরে আপনার উম্মতকে শত্রুর কাছে ছেড়ে দেয়নি।যদি রাসূল আমাকে তার মজলুম উম্মাহ এর কথা জিজ্ঞাস করে......
টেলিগ্রাম:t.me/voiceofshahibangal
আমাদের সামনে রয়েছে দুইটা শক্তি যারা এই অঞ্চল থেকে আমাদের নাম ও নিশানা মুছে দিতে চায়।যার একটি হলো মুশরিক হিন্দুত্ববাদী শক্তি আরেকটি হলো আমাদের প্রাচীন দুশমন খ্রিস্টীয় শক্তি। ইনশাআল্লাহ এই দুই শক্তির বিরুদ্ধে একইসাথে দুই ফ্রন্টে লড়াই করবো এবং বিজয় আমাদেরই হবে কেননা আমরা সেই জাতি যারা একইসাথে মুশরিক অগ্নিপূজক পারসিয়ান ও খ্রিস্টীয় রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করে তাদেরকে নিশ্চিহ্ন করেছিলাম।অতএব ভয় না পেয়ে শাহাদাতের তামান্না নিয়ে ইসলামের বিজয়ী ঝান্ডা হাতে নিয়ে আল্লাহর রাহে বেরিয়ে পড়ার সময় এসেছে।অনেক ঘুমিয়েছি আর না।এইবার কথা হবে যুদ্ধের ময়দানে। আমাদের নিশ্চুপ ভূমিকাই তাদের অন্তরে সাহস যোগিয়েছে মসজিদে অস্ত্র তাক করার। মনে রাখবেন আল্লাহর ওয়াদা সত্য।
টেলিগ্রাম: t.me/voiceofshahibangal
নোয়াখালীর সোনাইমুড়ীতে মসজিদে হিন্দুদের হামলা এবং পার্বত্য চট্টগ্রামে কুকি চীন এর মসজিদে হামলা এই বাংলায় মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা ছাড়া আর কিছু নয়। হে বীরের জাতি আর কতো ঘুমাবে।কান পেতে শোন ময়দান তোমায় ডাকছে।মনে রাখবে বাঘ যদি ঘুমিয়ে থাকে বন তখন শেয়াল কুকুরের হয়।যখনই বাঘ গর্জন করে বন দাপিয়ে বেড়াবে শেয়াল কুকুররা পালানোর যায়গা পাবেনা।
টেলিগ্রাম:t.me/voiceofshahibangal
বাংলাদেশের একটি হিন্দুত্ববাদী চ্যানেল থেকে ভারতের এই ভিডিও আপলোড দিয়ে এভাবেই বাংলার মুসলমানদের হুমকি দেওয়া হয় এবং বাংলাদেশকে অখণ্ড ভারতের অংশ দাবী করা হয়।
টেলিগ্রাম:t.me/voiceofshahibangal
Forwarded from Al Firdaws
আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের আ*গ্রা@স#নের সময়ে পুঁতে রাখা স্থলমাইন বি*স্ফো@র#ণে ৯ শিশু নি*হ@ত হয়েছে। দেশটির গণমাধ্যমগুলোর বরাতে জানা যায়, গত সোমবার (০১ এপ্রিল) গজনি প্রদেশের গিরো জেলায় এ ঘটনাটি ঘটেছে।

খবরে বলা হয়, বিকেল বেলা এক দল শিশু সেখানে খেলছিল। এমন সময় পুঁতে রাখা স্থলমাইন হঠাৎ বিস্ফোরিত হয়। এতে ঐ নয় শিশু নি*হ@ত হয়।

গজনী জেলা পুলিশ জানায়, নি*হ@ত শিশুদের মধ্যে পাঁচজন মেয়ে ও চারজন ছেলে। এদের সবার বয়স চার থেকে দশ বছরের মধ্যে।

জানা যায়, আফগানিস্তানে এখনও মাঝে মাঝে পরাজিত দখলদারদের পুঁতে রাখা মাইন ও গোলার কারণে প্রাণহানি ঘটছে। মূলত শিশুরাই এতে নি*হ@ত হচ্ছে বেশি।
তারা নিচ্ছে প্রস্তুতি আর আমরা ঘুমাচ্ছি অথচ আল্লাহ তা'আলা বলেন-
[আল আনফালঃ আয়াত নং ৩৬]
নিঃসন্দেহে যেসব লোক কাফের, তারা ব্যয় করে নিজেদের ধন-সম্পদ, যাতে করে বাধাদান করতে পারে আল্লাহর পথে। বস্তুতঃ এখন তারা আরো ব্যয় করবে। তারপর তাই তাদের জন্য আক্ষেপের কারণ হয়ে এবং শেষ পর্যন্ত তারা হেরে যাবে। আর যারা কাফের তাদেরকে দোযখের দিকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে।

[আল আনফালঃ আয়াত নং ৬০]
আর প্রস্তুত কর তাদের সাথে যুদ্ধের জন্য যাই কিছু সংগ্রহ করতে পার নিজের শক্তি সামর্থ্যের মধ্যে থেকে এবং পালিত ঘোড়া থেকে, যেন প্রভাব পড়ে আল্লাহর শুত্রুদের উপর এবং তোমাদের শত্রুদের উপর আর তাদেরকে ছাড়া অন্যান্যদের উপর ও যাদেরকে তোমরা জান না; আল্লাহ তাদেরকে চেনেন। বস্তুতঃ যা কিছু তোমরা ব্যয় করবে আল্লাহর রাহে, তা তোমরা পরিপূর্ণভাবে ফিরে পাবে এবং তোমাদের কোন হক অপূর্ণ থাকবে না।
টেলিগ্রাম:t.me/voiceofshahibangal
মঙ্গলবার (২ এপ্রিল) রাতে রুমায় ব্যাংক থেকে টাকা ও অস্ত্র লুট এবং বুধবার দুপুরে গু লি চালাতে চালাতে থানচির সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে হা মলা চালিয়েছে বান্দরবানভিত্তিক স [ন্ত্রা] সী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএ নএফের স শস্ত্র সদস্যরা। অথচ কথিত স্বায়ত্তশাসনের নামে ত্রাসের রাজত্ব কায়েম করা এই কুকি-চিনের সদস্যরা গত তিন মাসে দুদফায় সরকারের সাথে শান্তি আলোচনায় বসেছিল।

তথ্যসুত্র: সময় টিভি
টেলিগ্রাম:t.me/voiceofshahibangal
আল্লাহকে এক আল্লাহ বলে স্বী'কা'র কা'রী,ও নিজেই মা বোন'দের ই'জ্জ'ত র-ক্ষা করার জন্য দ্বী'নের প'থে জী'বন বি'লীন'কারী ভাই'দের প্র'তি আ'হ্বান ‼️

“ সে যদি নি'জের বা'নানো রু'হ'হীন মূ'র্তি'র শপথ নিয়ে , আমাদের মা বোনদের ই'জ্জ'ত লু'ণ্ঠ'ন করার জন্য শপথ নেয়, তবে আপনিও আ'প'নার সৃষ্টি'কর্তা'র শ'পথ নি'য়ে, তা'দের প্র'তি'হত ক'রার প্র'স্তু'তি নিন।

যেখানেই দেখবেন, তারা আমাদের মা বো'নদের ই'জ্জ'ত নিয়ে প্রো'পা'গা'ন্ডা চালা'চ্ছে, হ'লি খেলা শুরু করেছে ,সরা'সরি ক*ল্লা উ'ড়ি'য়ে দিন ।( ইনশাআল্লাহ)
মনে রাখবেন; আমরা তাদে'রকে উ'পর দি'য়ে আ*ক্রা*ন্ত কখনোই করিনি, করবো ও না।
বরং তারাই আমাদের সহ আমাদের মা-বোনদের ই'জ্জ'ত নিয়ে ছি'নি'মি'নি খে'লা শু'রু ক'রে দি'য়েছে, আ'ক্রা'ন্ত করছে ‼️

আমাদের উদ্দেশ্যই হলো ; একমাত্র উ*গ্র হি*ন্দুত্ব*বা*দী*দের রুখে দেওয়া,তাদের জ|হ|ন্ন|মের টিকিট হাতে ধরিয়ে দিয়ে জ|হ|ন্ন|মে পৌঁ°ছে দেওয়া⚔️

(نصر من الله وفتح قريب: আল্লাহর সাহায্য এবং আমাদের বি'জয় অতি নি'কটে )

যদি দলিল চান তাহলে বনু কায়নুকার ঘটনাই যথেষ্ট।
টেলিগ্রাম:t.me/voiceofshahibangal