ilmweb
3.07K subscribers
501 photos
37 videos
199 links
A knowledge-centrum based on the cognition and methodology of the Pious predecessors.

Web: www.ilmweb.net
Facebook: www.facebook.com/ilmweb
Twitter: www.twitter.com/ilmweb
Instagram: www.instagram.com/ilmweb
Youtube: www.youtube.com/ilmweb
Download Telegram
‘আমি তোমার কাছে সত্যসহ (এই) কিতাব নাযিল করেছি। অতএব, দ্বীনকে কেবল আল্লাহর জন্য নিবেদিত করে তুমি তাঁর ইবাদত কর।’

[ সুরা আয-যুমার, ৩৯ : ২ ]

#ilmweb
5
সেক্যুলার বুদ্ধিজীবী সমাজ এবং আমাদের ব্যর্থতা
—এস এম সাওয়াবুল্লাহ্ হক
.
.
সেক্যুলাররা কোনো দাঙ্গাকেই হিন্দু-মুসলিম বা ধর্মীয় দাঙ্গা হিসেবে প্রথমে মানতে চায় না। এটা শুধু আজকের জন্য নয়, সবসময়ের জন্যই সত্য। মিয়ানমারে রোহিঙ্গাদের বের করে দেয়া হলো। সেখানে সেক্যুলাররা ছড়িয়ে দিলো যে, সেখানে অনেক দামি মূল্যবান খনিজ থাকার জন্য রোহিঙ্গাদের বের করে দেয়া হয়েছে। জিংজিয়াং-এ মুসলিমদের স্বাধীনতা কেড়ে নেয়া হলো। সেখানেও একই তত্ত্ব এসে হাজির। এদের বুদ্ধির সংকীর্ণতা এখানেই যে, তারা দুটো জিনিসকে একসাথে দেখাতে পারে না। কারণ, তারা ধর্মকে এতটাই তাচ্ছিল্য করে যে, এটা মানতে নারাজ ধর্মের জন্যও এ রকম দাঙ্গাহাঙ্গামা হতে পারে!
.
সম্পূর্ণ আর্টিকেলটি পড়তে ভিজিট করুন :
https://ilmweb.net/সেক্যুলার-বুদ্ধিজীবী
😢1
‘আমি তো কুরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি। অতএব, উপদেশ গ্রহণকারী কেউ আছে কি?’

[ সুরা আল-কামার, ৫৪ : ১৭ ]

#ilmweb
3🔥1
আমি যখন নিজের মাঝে কোনো ব্যাপারে দুর্বলতা অনুভব করি এবং সংশোধনযোগ্য মনে করি, তখন সে ব্যাপারে ওয়ায করি। এতে আমার অনেক উপকার হয়। কারণ, বয়ান করার সময় উৎসাহ-উদ্দীপনা থাকে, ফলে অন্তরে এর খুবই আসর (প্রভাব) হয়। এ ছাড়া লজ্জাও লাগে যে, যে ব্যাপারে অন্যদের নাসিহাত করছি, সে ব্যাপারে নিজেরও তো আমল করা উচিত।

———
আশরাফ আলি থানবি
[ আশরাফুস সাওয়ানেহ, খণ্ড : ১, পৃষ্ঠা : ৬ ]

#ilmweb
8
‘নিশ্চয়ই তিনি সবকিছু শোনেন, সবকিছু জানেন। যিনি আসমান ও যমিন এবং তার মধ্যবর্তী সবকিছুর রব; যদি তোমরা দৃঢ় বিশ্বাসী হও।’

[ সুরা আদ-দুখান, ৪৪ : ৭ ]

#ilmweb
6
‘হে ইমানদারগণ! তোমরা আল্লাহকে ভয় কর। প্রত্যেক ব্যক্তিরই (ভেবে) দেখা উচিত, আগামী কালের জন্য সে কি পাঠালো। আর আল্লাহকে ভয় কর। তোমরা যা কিছু করো, আল্লাহ তার খবর রাখেন।’

[ সুরা আল-হাশর, ৫৯ : ১৮ ]

#ilmweb
4💯4
‘তিনি আসমান থেকে যমিন পর্যন্ত যাবতীয় বিষয় পরিচালনা করেন। অতঃপর এক (বিশাল) দিনে সবকিছু তাঁর কাছে উঠে যাবে যার পরিমাণ হবে তোমাদের গণনার হাজার বছরের সমান।’

[ সুরা আস-সিজদাহ, ৩২ : ৫ ]

#ilmweb
3👍1🔥1
উম্মাহর প্রতিটি নির্যাতিত জনপদ মুসলিম-বিশ্বের নেতৃবৃন্দের দিকে তাকিয়ে কেবল ব্যর্থতার দীর্ঘসূত্রিতা বৃদ্ধি করে। অন্যের সাহায্যদের দিকে না-চেয়ে নিজের অবস্থা পরিবর্তনে অমনোযোগী এই আত্মপ্রবঞ্চিত জাতি বারবার ভুলের পুনরাবৃত্তি করেছে। প্রতিটি নির্যাতিত মুসলিমভূমির ক্ষেত্রে এ কথাটি কমবেশি প্রযোজ্য।

উইঘুর উম্মাহর জন্য এক অবর্ণনীয় ব্যথার নাম। ফিলিস্তিনের চেয়ে কোনো অংশে কম নয়, বরং বেশিই। চীন কর্তৃক অবর্ণনীয় নির্যাতন, দমনপীড়নের মাত্রা অন্যান্য নির্যাতনকেও হার মানাতে বাধ্য। উম্মাহর জন্য উইঘুর যে এক prestigious ইস্যু, তা নিঃসন্দেহে। উম্মাহর আত্মমর্যাদার বিষয়, গাইরাতের বিষয়। অবশ্যই ইসলামের দাবিদার প্রতিটি জনপদের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিবর্গের দায় এড়ানো কঠিন। রয়েছে উম্মাহর সার্বিক সচেতনতার ঘাটতি।

আত্মমর্যাদাবোধ ও উম্মাহর গাইরাতের জায়গা থেকে হলেও চীনের যালিমগোষ্ঠীর প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি ও সম্পর্কের নানা মাত্রা নিয়ে ইমানের পুনর্পাঠ জরুরি। মুসলিম জনপদের শাসক থেকে সাধারণ সবারই এ ব্যাপারে ভাবা উচিত, কথা বলা উচিত। দল-মত, দলান্ধতা, দলীয় স্বার্থ, মাসলাকীয় স্বার্থ ইত্যাদির বলয়ের বাইরে থেকে চিন্তা করা কর্তব্য। দোষারোপের বৃত্তে ইনসাফভিত্তিক পর্যালোচনা জরুরি।

#ilmweb
10
‘অবশেষে যখন রাসুলরা নিরাশ হতো এবং মনে করত যে তাদের মিথ্যাপ্রতিপন্ন করা হয়েছে, তখন তাদের কাছে আমার সাহায্য আসত।’

[ সুরা ইউসুফ, ১২ : ১১০ ]

#ilmweb
12
‘হে আমাদের রব, আমাদেরকে আপনার পক্ষ হতে রহমত দান করুন এবং আমাদের জন্য আমাদের সঠিক কাজগুলো সহজ করে দিন।’

[ সুরা আল-কাহফ, ১৮ : ১০ ]

#ilmweb
12👍1
ইলমি জগতে আমি তিন ব্যক্তির ব্যাপারে বিস্মিত। প্রাথমিক যুগে ইমাম শাফিয়ি, মধ্যযুগে ইমাম ইবনু তাইমিয়াহ, আর বর্তমান যুগে ইমাম ইবনু উসাইমিন।
___
উসতায শাইখুল ইসলাম (হাফিযাহুল্লাহ)

#ilmweb
13👍2🔥1
‘যারা ইমান এনেছে তাদেরকে আল্লাহ সুপ্রতিষ্ঠিত বাণী (তাওহিদের কালিমা) দ্বারা দুনিয়ার জীবনে ও আখিরাতে প্রতিষ্ঠিত রাখবেন আর জালিমদেরকে আল্লাহ ধ্বংস করে দেবেন। তিনি যা ইচ্ছে করেন তাই করেন।’

[ সুরা ইবরাহিম, ১৪ : ২৭ ]

#ilmweb
8👍1
'যখনই সুযোগ পাবে সুন্নাহর প্রসার ঘটাবে। কিয়ামত পর্যন্ত তুমি ওই সুন্নাহ ও এর আমলকারীর সমান সাওয়াব পাবে।'
__
ইমাম ইবনু উসাইমিন
[ শারহু রিয়াদিস সালিহিন : ৪/২১৫ ]

#ilmweb
16👍2
‘যারা আল্লাহর পরিবর্তে অপরকে অভিভাবকরূপে গ্রহণ করেছে তাদের উদাহরণ হল মাকড়সার মত। সে ঘর বানায়, আর সব ঘরের মধ্যে মাকড়সার ঘরই তো অধিক দুর্বল; যদি তারা জানত।’

[ সুরা আল-আনকাবুত, ২৯ : ৪১ ]

#ilmweb
7👍1🔥1
প্রচলিত ভুল : অনির্দিষ্ট ও নির্দিষ্ট তাকফিরের মাঝে পার্থক্য না-করা
—শাইখ আসিম আল–বারকাওয়ি (হাফিযাহুল্লাহ)
.
.
একইভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর পথ থেকে বিচ্যুত বিভিন্ন দলের ব্যাপারে উলামা কিরামের সাধারণ কথাবার্তাগুলোর ব্যাপারটাও তা-ই। যেমন, তাঁরা বলেন, ‘জাহমিয়ারা কাফির’ বা ‘কাদরিয়ারা কাফির’ প্রভৃতি কথাবার্তা। এ ক্ষেত্রে তারা (উগ্র তাকফিরি) এসব সাধারণ কথাবার্তা ও নির্দিষ্ট ব্যক্তির ওপর সেটা প্রয়োগের মাঝে পার্থক্য করে না। ফলে যাদের কাছ থেকেই এসব কথাবার্তা শুনতে পায় বা যাদের বইয়েই এগুলো পড়ে, উল্টো তাদেরকেই তাকফির করা শুরু করে।
.
.
সম্পূর্ণ আর্টিকেলটি পড়তে ভিজিট করুন :
https://ilmweb.net/প্রচলিত-ভুল
3
‘আমি কেন সেই মহান সত্তার ইবাদত করব না, যিনি আমাকে সৃষ্টি করেছেন? আর তোমাদেরকেও তো তাঁর কাছেই ফিরে যেতে হবে।’

[ সুরা ইয়াসিন, ৩৬ : ২২ ]

#ilmweb
16😁1
আর যারা ইনসাফের সাথে দেখেছেন এবং গোঁড়ামি থেকে বেঁচে থেকে ফিকহ ও উসুলে গভীরতা অর্জন করেছেন, তারা নিশ্চিতভাবে জানেন যে, উলামা কিরামের মাঝে মতভেদ রয়েছে এমন অধিকাংশ ফুরুয়ি (শাখাপ্রশাখাগত) ও উসুলি (মূলনীতিসংক্রান্ত) মাসআলায় মুহাদ্দিস কিরামের মাযহাব অন্যদের মাযহাবের চেয়ে বেশি শক্তিশালী হয়ে থাকে।

———
ইমাম আবদুল হাই লাখনৌবি
[ ইমামুল কালাম, পৃ : ২১৫, ২১৬ ]

#ilmweb
💯53
‘তোমার পূর্বে আমি মানুষকেই রাসুল করে পাঠিয়েছিলাম, যাদের কাছে ওহি পাঠাতাম। তোমরা যদি না জানো তাহলে যাদের আসমানি কিতাবের জ্ঞান আছে তাদের কাছে জিজ্ঞেস কর।’

[ সুরা আল-আম্বিয়া,  ২১ : ৭ ]

#ilmweb
7👍1
আমাদের বইয়ের পরিবেশক জাজিরা.কম প্রথমবারের মতো তাদের ওয়েবসাইট লঞ্চ করেছে। আল্লাহ তাদের ব্যবসায় কল্যাণ ও বারাকাহ দান করুন।

ওয়েবসাইট লঞ্চ করা উপলক্ষে https://jajeera.com/ সকল বই ও পণ্যের জন্য দিচ্ছে স্পেশাল ডিসকাউন্ট। জাজিরা.কম থেকে আমাদের যেকোনো বই অর্ডার করলে পাচ্ছেন অতিরিক্ত ৩% ডিস্কাউন্ট। সাথে থাকবে হাদিয়া ও দাওয়াহ কার্ড।

আমাদের বইগুলো অর্ডার করতে ভিজিট করুন : https://jajeera.com/publication/%e0%a6%87%e0%a6%b2%e0%a6%ae%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%ac/
5👍1😁1
হকের পথিক ও তার সহযোগী কম হওয়ার কারণে বা তার বিরোধী ও বাধাদানকারী বেশি থাকার কারণে হকের অনুসরণ বা এর সাহায্য থেকে বিরত থাকা কিংবা এ ব্যাপারে দ্বিধা-দ্বন্দ্ব করা থেকে বেঁচে থাকুন। কারণ, জামাত হলো সেটিই, যেটি হকের অনুসরণ করে, যদিও আপনি একা হোন না কেন। সংখ্যাধিক্য বা লোক দেখে হক চেনা যায় না, বরং লোকদেরকেই হকের মাধ্যমে চিনতে হয়।
___
শাইখ আসিম আল-বারকাওয়ি (হাফিযাহুল্লাহ)
বই—ইরজা ও মুরজিয়া : সমকালীন প্রেক্ষিত
প্রকাশিতব্য, ইলমওয়েব পাবলিশিং

#ilmweb
7