আল্লাহ আমাদের তাঁর সৃষ্টি নিয়ে গভীরভাবে চিন্তা করতে বলেছেন। কারণ, তৈরিকৃত জিনিস তৈরিকারীর প্রমাণ বহন করে। আর সৃষ্টি তার স্রষ্টারই প্রমান ও চিহ্ন। আল্লাহ বলেন,
‘যারা দাঁড়িয়ে, বসে ও শুয়ে আল্লাহকে স্মরণ করে এবং আসমান-জমিন সৃষ্টি নিয়ে চিন্তা-গবেষণা করে, তারা বলে—রব, এসব তুমি অনর্থক সৃষ্টি করোনি; সকল পবিত্রতা তোমারই, আমাদের জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও।’
[সুরা আলি ইমরান, ৩ : ১৯১]
____
বই : কিশোর তাওহিদ শিক্ষা [‘মিম্বারুত তাওহিদ’ সংকলিত]
পুনঃসংকলন, সংযোজন ও বিন্যাস : তাইব হোসেন
‘যারা দাঁড়িয়ে, বসে ও শুয়ে আল্লাহকে স্মরণ করে এবং আসমান-জমিন সৃষ্টি নিয়ে চিন্তা-গবেষণা করে, তারা বলে—রব, এসব তুমি অনর্থক সৃষ্টি করোনি; সকল পবিত্রতা তোমারই, আমাদের জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও।’
[সুরা আলি ইমরান, ৩ : ১৯১]
____
বই : কিশোর তাওহিদ শিক্ষা [‘মিম্বারুত তাওহিদ’ সংকলিত]
পুনঃসংকলন, সংযোজন ও বিন্যাস : তাইব হোসেন
❤3