ilmweb
3.07K subscribers
499 photos
37 videos
199 links
A knowledge-centrum based on the cognition and methodology of the Pious predecessors.

Web: www.ilmweb.net
Facebook: www.facebook.com/ilmweb
Twitter: www.twitter.com/ilmweb
Instagram: www.instagram.com/ilmweb
Youtube: www.youtube.com/ilmweb
Download Telegram
‘আমি তোমাদেরকে যমিনে প্রতিষ্ঠিত করেছি, আর সেখানে তোমাদের জন্য জীবিকার ব্যবস্থা করেছি। কিন্তু তোমরা খুব সামান্যই কৃতজ্ঞতা প্রকাশ কর।’

[ সুরা আল-আরাফ, ৭ : ১০ ]

#ilmweb
13
কী হতে পারে সেই ব্যক্তির হুকুম, যে বিচার, শাসন ও আইনপ্রণয়নের ক্ষেত্রে মানবরচিত সংবিধান এবং আইনকে আল্লাহর কিতাবের মর্যাদায় উঠিয়ে দেয়?

____
শাইখ আসিম আল-বারকাওয়ি
[ ইমতাউন নাযর ]
😢7
‘কোন জাতি তার নির্ধারিত সময়কে এগিয়ে আনতে পারে না, কিংবা তা বিলম্বিতও করতে পারে না।’

[ সুরা আল-মুমিনুন, ২৩ : ৪৩ ]

#ilmweb
11👍3
‘তোমার নফস শত্রুর মতো। দ্বীনদারিতায় আন্তরিক পেলে তোমার আনুগত্য করে। আর দুর্বলতা দেখলে তোমাকে বন্দি করবে।’
____
ইমাম ইবনুল কাইয়িম
[বাদায়িয়ুল ফাওয়ায়িদ, খণ্ড : ৩, পৃষ্ঠা : ১২০২]
😢171👍1
‘তারা বলল, হায় আমাদের দুর্ভোগ! আমরা তো অবশ্যই যালিম ছিলাম।’

[ সুরা আল-আম্বিয়া, ২১ : ১৪ ]

#ilmweb
😢5
বিশিষ্ট তাবিয়ি সুফিয়ান সাওরি রাহিমাহুল্লাহ বলেন, “যালিমের দীর্ঘায়ু কামনাকারী আল্লাহর অবাধ্যতা কামনা করল।”
___
ইমাম ইবনু কুদামাহ আল-মাকদিসি
বই : চরিত্রশুদ্ধি (ইলমওয়েব পাবলিশিং)
12👍2
‘যাকে ইচ্ছে তিনি শাস্তি দেন আর যার প্রতি ইচ্ছে তিনি রহমত বর্ষণ করেন আর তাঁর কাছেই তোমাদেরকে ফিরিয়ে নেয়া হবে।’

[ সুরা আল-আনকাবুত, ২৯ : ২১ ]

#ilmweb
5👍1
আসছে, ইনশাআল্লাহ...

বই : আমাদের আকিদাহ (হাযিহি আকিদাতুনা)
লেখক : শাইখ আসিম আল-বারকাওয়ি
প্রকাশনা বিভাগ, ইলমওয়েব
8👍2
‘আমি মুসা ও ফিরআউনের কাহিনী হতে কিছু তোমার কাছে সত্যিকারভাবে বিবৃত করছি, মুমিনদের উদ্দেশ্যে ’

[ সুরা আল-কাসাস, ২৮ : ৩ ]

#ilmweb
👍8
হাম্মাদ বলেন, ‘আমি ইবরাহিম নাখয়িকে হাজ্জাজের মৃত্যুর সুসংবাদ দিলাম। তিনি সাজদাহয় পড়ে গেলেন। আমি তাঁকে খুশিতে কাঁদতে দেখলাম।’
____
ইমাম যাহাবি [ সিয়ারু আলামিন নুবালা : ৪/৫১৪ ]

#ilmweb
6👍2
‘আল্লাহ কীভাবে এক একটি উপমা দিয়েছেন তুমি কি তা লক্ষ্য করনি? একটি ভাল কথা একটি ভাল গাছের মত, যার শিকড় খুব মজবুত এবং যার শাখা-প্রশাখা আকাশে (অনেক ওপরে) বিস্তৃত।’

[ সুরা ইবরাহিম, ১৪ : ২৪ ]

#ilmweb
11👍1
‘আপনি অবশ্যই মানুষের মধ্যে মুসলমানদের শত্রুতায় সর্বাপেক্ষা কঠোর পাবেন ইয়াহুদি এবং মুশরিকদেরকে।’

[ সুরা আল-মায়িদাহ, ৫ : ৮২ ]

#ilmweb
👍10
8👍1
‘অচিরেই আল্লাহ কাফিরদের শক্তি খর্ব করে দেবেন। আল্লাহই শক্তিতে সবচে প্রবল এবং তাঁর শাস্তিই সবচে কঠোর।’

[ সুরা আন-নিসা, ৪ : ৮৪]

#ilmweb
12
ভারত বিরোধিতা এখন আমাদের অস্তিত্বের ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আসুন, আমরা অন্তত ভারতীয় পণ্য বয়কট করি। যেকোনো পণ্য, যেকোনো লেনদেন আর না।
বয়কট ইন্ডিয়া।

#Boycott_India
#Out_India
14👍1
‘যদি তোমরা না-ই ডাক তাহলে আমার রব তোমাদের কোন পরওয়া করেন না। তারপর তোমরা অবিশ্বাসই করেছ, তাই শাস্তি হবে (তোমাদের জন্য) অপরিহার্য।’

[ সুরা আল-ফুরকান,  ২৫ : ৭৭ ]

#ilmweb
😢6👍1
‘তোমার সবসময়কার দাওয়াহ, চেষ্টা ও সাহায্য যেন তাওহিদের প্রতি হয়, যদিও তুমি একা হও। আর অন্য সব রাস্তা বিপরীতদের জন্য ছেড়ে দাও। অধিকাংশদের দেখে ধোঁকায় পড়ো না।’
____
শাইখ আসিম আল-বারকাওয়ি
[ ইমতাউন নাযর ]

#ilmweb
14👍4
‘আর যারা ইমান আনে এবং সৎকর্ম করে, আমি অবশ্যই তাদেরকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করব।’

[ সুরা আল-আনকাবুত, ২৯ : ৯ ]

#ilmweb
15👍1
‘চলনে মধ্যপন্থা অবলম্বন করো এবং তোমার কণ্ঠস্বর নিচু রেখো। সবচেয়ে খারাপ (কর্কশ) স্বর হল গাধার কণ্ঠস্বর।’

[ সুরা লুকমান, ৩১ :১৯ ]

#ilmweb
17👍1
‘যারা চায়, মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রসার ঘটুক, তাদের জন্য দুনিয়ায় ও আখিরাতে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আল্লাহ (সবকিছু) জানেন, তোমরা জান না।’

[ সুরা আন-নুর, ২৪ : ১৯ ]

# ilmweb
13👍1