ilmweb
3.07K subscribers
500 photos
37 videos
199 links
A knowledge-centrum based on the cognition and methodology of the Pious predecessors.

Web: www.ilmweb.net
Facebook: www.facebook.com/ilmweb
Twitter: www.twitter.com/ilmweb
Instagram: www.instagram.com/ilmweb
Youtube: www.youtube.com/ilmweb
Download Telegram
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
ইলমওয়েব পাবলিশিংয়ের সকল বই পাওয়া যাচ্ছে মুসলিম লাইফস্টাইল এক্সপোতে পেনফিল্ড পাবলিকেশনের স্টলে।

স্থান : White Palace Convention Hall, 29, Ring Road, Shyamoli, Dhaka. পেনফিল্ডের স্টল নং : ৩১
সময়সূচি : সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত

#ilmweb
3
এমন মাসআলায় কথা বলা থেকে বিরত থাক, যেখানে তোমার কোনো ইমাম নেই।
_
ইমাম নাসিরুদ্দিন আলবানি
[ জুহুদুল ইমাম আলবানি : ৩/২৪৩ ]

#ilmweb
4👍1
‘আর আমি তাতে স্থাপন করেছি অনড় সুউচ্চ পর্বতমালা আর তোমাদেরকে পান করিয়েছি সুমিষ্ট সুপেয় পানি।’

[ সুরা আল-মুরসালাত, ৭৭ : ২৭ ]

#ilmweb
7
‘তাদের ওপরেও থাকবে আগুনের স্তর, আর নীচেও থাকবে (আগুনের) স্তর। এদ্বারা আল্লাহ তাঁর বান্দাদেরকে ভয় দেখাচ্ছেন। অতএব, হে আমার বান্দারা! তোমরা আমাকে ভয় কর।’

[ সুরা আয-যুমার, ৩৯ : ১৬ ]

#ilmweb
😢73
তোমার শত্রু থেকে মুর্খতাপ্রসূত কোনো কথা বের হয়ে গেলে তুমিও এ ক্ষেত্রে তার অনুগামী হয়ো না। এতে নিন্দনীয় ঝগড়ার ধারাবাহিকতা তৈরি হয়।
___
ইমাম ইবনুল কাইয়িম
[ আল-ফাওয়ায়িদ, পৃষ্ঠা : ৫০ ]

#ilmweb
👍2🔥2
‘তারা আল্লাহকে ছেড়ে নিজেদের পণ্ডিত-পুরোহিতদের রব বানিয়ে নিয়েছে।’

[ সুরা আত-তাওবাহ, ৯ : ৩১ ]

#ilmweb
😢8🔥2
ই–বুক : যুলহিজ্জার প্রথম দশ দিন
শাইখ মুহাম্মাদ সালিহ আল-মুনাজ্জিদ

আমাদের ওয়েবসাইট থেকে পড়তে ভিজিট করুন :
https://tinyurl.com/iw-julhizza
5🥰3
‘আমাদের জাতির এই লোকেরা তাঁর পরিবর্তে বহু ইলাহ গ্রহণ করেছে, তারা তাদের ইলাহদের ব্যাপারে সুস্পষ্ট দলীল প্রমাণ পেশ করে না কেন? তার থেকে বড় যালিম আর কে হতে পারে যে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে?’

[ সুরা আল-কাহফ, ১৮ : ১৫ ]

#ilmweb
8🔥1
ফিকহি বৈধ মতভিন্নতা সহ্য করা যেন ইলমের সারনির্যাস। এটি ইসলামি ইলমের সৌন্দর্য তো অবশ্যই। একজন রব্বানি আলিম যেমন বৈধ ফিকহি মতে উদার, ঠিক বিশুদ্ধ মতটি উদ্ধারেও সদা তৎপর। সত্য যেন তাঁর হারানো সম্পদ৷ তবে ইসলামি ভ্রাতৃত্ব ও সামাজিক একতা রক্ষার দিকেও নজর রাখতে হবে। একাধিক মতের প্রশস্ততায় সচেতন হতে হবে, সচেতন করতে হবে। নয়তো যেকোনো বাড়াবাড়িই বয়ে আনতে পারে মহাদুর্ভোগ। আল্লাহ আমাদের হিফাযত করুন।

#ilmweb
🥰2💯1
‘তিনি চিরঞ্জীব, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। অতএব, তাঁকেই ডাক, তাঁর আনুগত্যে একনিষ্ঠ হয়ে। যাবতীয় প্রশংসা জগতসমূহের রব আল্লাহরই জন্য।’

[ সুরা গাফির, ৪০ : ৬৫ ]

#ilmweb
12
‘হে ইমানদারগণ! তোমরা বেশি করে আল্লাহকে স্মরণ কর।’

[ সুরা আল-আহযাব, ৩৩ : ৪১ ]

#ilmweb
14
‘যে আল্লাহর সাক্ষাৎ আশা করে সে জেনে রাখুক, আল্লাহর নির্ধারিত সময় অবশ্যই আসবে। তিনি সবকিছু শোনেন, সবকিছু জানেন।’

[ সুরা আল-আনকাবুত, ২৯ : ৫ ]

#ilmweb
10🔥1
মুশরিকদের চতুর্থ দলটি হলো পিরপূজারির দল। এদের বক্তব্য হচ্ছে, যখন আল্লাহর কোনো নেক বান্দা ইবাদত-বন্দেগি, সাধনা ও মুজাহাদার মাধ্যমে আল্লাহর দরবারে মুসতাজাবুদ দাওয়াহর (যাঁদের দুআ কবুল হয়) মর্যাদালাভ করে আল্লাহর মকবুল বান্দা হয়ে যায় এবং তাঁর দরবারে শাফাআত করার মর্যাদালাভ করে, তখন সেই বান্দার মৃত্যুর পর তার রুহ (আত্মা) বিরাট শক্তিশালী ও ক্ষমতাশালী হয়ে যায়।

অতএব, যে ব্যক্তি তাদের রূপ-চেহারার ধ্যান করবে অথবা তাদের থাকার জায়গা ও কবরকে খুব বিনয়াবনতার সাথে সাজদাহ করবে, তাদের যাবতীয় অবস্থা সম্পর্কে এই বুযুর্গের রুহ (আত্মা) অবহিত হয়ে থাকে এবং দুনিয়া ও আখিরাতে তার মনোবাসনা পূর্ণ করে দিয়ে তার জন্য শাফাআতকারী হয়ে যায়।

উল্লেখিত শিরকি মতবাদগুলোর খণ্ডন ও বাতিল ঘোষণার বেলায় আল-কুরআনে অগণিত আয়াত এবং বহু হাদিস বর্ণিত হয়েছে।
____
ইমাম শাহ ওয়ালিউল্লাহু দেহলবি (রাহিমাহুল্লাহ)
[ আল-বালাগুল মুবিন, পৃষ্ঠা : ৪৯ ]

#ilmweb
12
‘তাদের পার্শ্বদেশ বিছানা থেকে পৃথক হয় (ইবাদতের জন্য তারা শয্যা ছেড়ে উঠে আসে)। শাস্তির ভয় ও পুরস্কারের আশা নিয়ে তারা তাদের রবকে ডাকে এবং আমি তাদেরকে যা দান করেছি তা থেকে ব্যয় করে।’

[ সুরা আস-সাজদাহ, ৩২ : ১৬ ]

#ilmweb
11
‘ভূমিতে যা প্রবেশ করে, ভূমি থেকে যা বের হয়, আকাশ থেকে যা নেমে আসে আর আকাশে যা উঠে যায়, তিনি সবকিছুই জানেন। তিনিই পরম দয়ালু, ক্ষমাশীল।

[ সুরা সাবা, ৩৪ : ২ ]

#ilmweb
13
‘আমি কত জনপদ ধ্বংস করে দিয়েছি, যারা যালিম ছিল! এবং তাদের পরে অন্য জনগোষ্ঠী সৃষ্টি করেছি।’

[ সুরা আল-আম্বিয়া, ২১ : ১১ ]

#ilmweb
10
ইলম গোপন নয় বরং দাওয়াত বা শিক্ষাদানে ধারাবাহিকতা বজায় রাখার উদ্দেশ্যে সত্যের কিছু অংশ বলা থেকে বিরত থাকাটা জায়িয। বরং সবকিছু এভাবেই হওয়া উচিত। এর দ্বিতীয় কোনো পথ নেই। আসলে দ্বীনের সব বিষয় একদিনে কেউ শিখে ফেলতে পারে না। এ ক্ষেত্রে ধারাবাহিক হওয়াটা জরুরি।
_
শাইখ নাসির ইবনু হামাদ আল-ফাহাদ
[ আত-তানকিল : ১/২৬ ]

#ilmweb
👍5
‘আর আমি যদি তোমার কাছে কাগজে লিখিত কোন কিতাবও নাযিল করতাম এবং তারা তা নিজেদের হাত দ্বারা স্পর্শ করে দেখত তবুও অবিশ্বাসীরা বলত, এটা প্রকাশ্য যাদু বৈ কিছু নয়।’

[ সুরা আল-আনআম, ৬ : ৭ ]

#ilmweb
7
‘যারা তাদের কৃতকর্মের প্রতি খুশি হয় এবং যা তারা করেনি তা নিয়ে প্রশংসিত হতে পছন্দ করে, তুমি তাদেরকে আযাব থেকে মুক্ত মনে করো না। আর তাদের জন্যেই রয়েছে যন্ত্রণাদায়ক আযাব।’

[ সুরা আলি-ইমরান, ৩ : ১৮৮ ]

#ilmweb
😢4😱3👍2
‘এটি কিতাব, যা তোমার প্রতি নাযিল করা হয়েছে। সুতরাং তার সম্পর্কে তোমার মনে যেন কোন সংকীর্ণতা না থাকে। যাতে তুমি তার মাধ্যমে সতর্ক করতে পার এবং তা মুমিনদের জন্য উপদেশ।’

[ সুরা আল-আরাফ, ৭ : ২ ]

#ilmweb
9